কাজী হায়াতের হাফ সেঞ্চুরী
গুণী পরিচালক কাজী হায়াৎ ১৯৭৮ সালে দ্য ফাদার চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। দেখতে দেখতে পরিচালক চলচ্চিত্র জীবনের ৩৬ বছর পার করেছেন তিনি, নির্মান করেছেন ৪৯টি চলচ্চিত্র। হাফ সেঞ্চুরী পূর্ণ করা চলচ্চিত্রের কাজ শুরু করলেন এবার।
পঞ্চাশতম চলচ্চিত্রের নাম ছিন্নমূল। সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে।
কাজী হায়াৎ পরিচালিত বেশীরভাগ ছবির মাধ্যমে তিনি যেভাবে সমসাময়িক সামাজিক ব্যাধি তুলে আনেন, তারই ধারাবাহিকতায় আসছে ছিন্নমূল।ছবিটির গল্প পেট্রলবোমা নিক্ষেপকারীদের নিয়ে। এই চলচ্চিত্র সম্পর্কে তিনি প্রথম আলো-কে বলেন “আমি মূলত সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ছবি নির্মাণ করি। ছিন্নমূল এর থেকে ব্যতিক্রম হবে না। ছিন্নমূলদের ব্যবহার করে পেট্রলবোমা মেরে যারা মানুষ হত্যা করে, তাদের গল্পই উঠে আসবে ছবিতে।”
ছবিটির মূল চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ, অরিন এবং কাজী হায়াৎ নিজে। ছিন্নমূল-এর কাজ শুরু হবে এপ্রিলের শুরুতে। কাজ শেষ হলে ছবিটি এ বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা নির্মাতার।