কাঞ্চন-দেবশ্রীর ‘হঠাৎ দেখা’ (ট্রেলার)
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’। আঠারো শতকের শেষ দিকের পূর্ব বাংলার সামাজিক প্রেক্ষাপট নিয়ে এর গল্প। ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রী রায়। রেশমি মিত্রের পরিচালনায় কলকাতা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
২১ অক্টোবর রাতে ছবিটির প্রথম ট্রেলার প্রকাশ পায় ইউটিউবে। ইলিয়াস কাঞ্চন, মনিরা ইউসুফ মেমী ও হিমি ছাড়া ‘হঠাৎ দেখা’র বেশিরভাগ অভিনয়শিল্পী কলকাতার।
কাঞ্চন বলেন, ‘আগের মতো অভিনয় করা হয় না। প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হওয়ায় সরে দাঁড়াই। তবে এই ছবির গল্প অসাধারণ। উঠে এসেছে আঠারো শতকের শেষ ভাগ এবং উনিশ শতকের প্রথম ভাগ। তখনকার মানুষদের মধ্যকার বিভেদ, গোঁড়ামি প্রকাশ পেয়েছে ছবিতে।’
‘হঠাৎ দেখা’ রেশমি মিত্রের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম। শিগগিরই ছবিটি মুক্তি পাবে।