‘কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম’ এবার ওয়েব সিরিজে, এলো টিজার
মোশাররফ করিম প্রথমবারের মতো কাজ করেছেন ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। ওয়েব সিরিজটির নাম ‘মহানগর’, এটি বানিয়েছেন আশফাক নিপুন।
আট পর্বের ওয়েব সিরিজটির টিজার প্রকাশ হয়েছে শুক্রবার সন্ধ্যায়। মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মম, খায়রুল বাশার, লুৎফর রহমান জর্জসহ অনেকে।
টিজারে ঢাকাই টেলিভিশনের সুপারস্টারকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম’ হিসেবে।
জানা গেছে, ওয়েব সিরিজটির ট্রেলার ১৯ জুন প্রকাশ হবে। সে দিন জানা যাবে মুক্তির তারিখ।
টিজার দেখে ধারণা করা হচ্ছে মহানগর একটি ক্রাইম থ্রিলার সিরজি হবে। এতে পুলিশের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। চরিত্রটির নাম হারুন।
পুলিশ কর্মকর্তা হারুনের মুখে একটি সংলাপ শোনা যায় টিজারে। সেটি হলো, ‘ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।’
চলতি বছর মার্চে একটি ভিডিওর মাধ্যমে অনেকগুলো কনটেন্ট আসছে বলে ঘোষণা দেয় হইচই। সেখানে এক ঝলক দেখা গিয়েছিল মোশাররফ করিম ও শ্যামল মাওলাকে। শ্যামল ওয়েবে নিয়মিত মুখ, যাকে অনেকেই বাংলাদেশের ‘রাধিকা আপ্তে’ বলে থাকেন। আর সমসাময়িক জনপ্রিয়দের তুলনায় একটু পরেই ওয়েবে পা রাখলেন মোশাররফ।