
‘কি দারুণ দেখতে’

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবিটি ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ছবিটির প্রচার-প্রচারণার জন্য প্রযোজনা সংস্থা এসএমএস ফিল্মস কাজ শুরু করেছে।
বেশ উৎফুল্ল আছেন মাহীও। তিনি বলেন, ‘ছবি মুক্তি পেলে ভালোই লাগে। দর্শকদের মধ্যে বসে ছবি দেখি। সরাসরি তাঁদের অনুভূতি বুঝতে পারি। এ ছবিতে আমি একজন কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছি। প্রতিদিনই কয়লা মেখে নিজের গ্ল্যামার ঢাকতে চাই। কিন্তু একসময় সেটা প্রকাশ পেলে কাহিনী অন্যদিকে মোড় নেয়। আশা করছি, দর্শক ছবিটি দেখে মজা পাবেন।’