Select Page

কেন মুক্তি পায়নি ‘বেঙ্গলি বিউটি’? মুখ খুলছে না কেউ

কেন মুক্তি পায়নি ‘বেঙ্গলি বিউটি’? মুখ খুলছে না কেউ

# জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ৫ অক্টোবর মুক্তির কথা ছিল
# কেন মুক্তি পায়নি জানালেন না পরিবেশক আব্দুল আজিজ
# প্রযোজক বিব্রতকর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চান না
# সিনেমা হল মালিকরা ‘বেঙ্গলি বিউটি’র কথা জানতেনই না
# শিগগিরই প্রথম বাংলাদেশি ছবি হিসেবে মুক্তি পাচ্ছে চীনে

বেঙ্গলি বিউটি’ নিয়ে অনেক পরিবেশকের সাড়া না পেয়ে বা বিব্রতকর অবস্থার শিকার হয়ে কয়েক মাস আগে একটি হলে মুক্তি দেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা রাহশান নূর। এরপর শোনা যায়, জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ৫ অক্টোবর ৩০টি হলে মুক্তি পাবে সিনেমাটি। যদিও শোনা গিয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে মুক্তি পাবে। কিন্তু অক্টোবরেও মন খারাপ করে ফিরতে হলো দর্শকদের। সেইদিনও সিনেমাটি মুক্তি পায়নি।

কেন মুক্তি পাইনি কারণটা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে হল মালিকরা সিনেমাটি কথা জানতেনই না। ‌‘বেঙ্গলি বিউটি’ কেন মুক্তি পেল না—এমন প্রশ্নের জবাবে পরিবেশক আবদুল আজিজ ইঙ্গিত ছবিটির প্রযোজক-নায়ক রাহশান নূরের দিকে। বললেন, ‘আমার চেয়ে উনিই (রাহশান নূর) ভালো বলতে পারবেন কেন মুক্তি পায়নি।’

এদিকে ‘বেঙ্গলি বিউটি’র নতুন করে মুক্তির বিষয়ে হল কর্তৃপক্ষকে জানায়নি পরিবেশক বা প্রযোজক। এ কারণে জাজ পরিবেশিত এক সপ্তাহ আগের ছবি ‘নাকাব’ দ্বিতীয় সপ্তাহে এসেও পুরনো হলের পাশাপাশি নতুন হলেও মুক্তি পেল। ‘বেঙ্গলি বিউটি’ মুক্তির বিষয়ে অনেকটা অন্ধকারে ছিলেন হল মালিকরা!

এদিকে পুরো বিষয়টি নিয়ে জানতে চাইলে ছবিটির প্রযোজক-নায়ক রাহশান নূর এড়িয়ে যান। তিনি বলেন, ‌‘এই ছবিটি করতে গিয়ে পদে পদে আমার অনেক অভিজ্ঞতা হলো। সেসব কথা আজ আর না বলি। আপাতত এ বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।’

ছোট পর্দার প্রিয়মুখ মুমতাহিনা টয়া ও প্রবাসী অভিনেতা রাহশান নূরের ‘বেঙ্গলি বিউটি’ গত ২০ জুলাই মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, জাজ মাল্টিমিডিয়ার সহায়তায় ৫ অক্টোবর ছবিটি দেশজুড়ে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।

নিজের দেশে ছবিটি বারবার অবহেলিত হলেও ‘বেঙ্গলি বিউটি’ এর আগে আমেরিকায় মুক্তি পেয়ে ইতিবাচক সাড়া পেয়েছে। প্রযোজক জানান, আয় করেছে ৫ কোটি টাকা। শিগগিরই চীনের প্রেক্ষাগৃহে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রাহশান নূর। পরিচালক হিসেবে এটাই তার প্রথম ছবি।

সূত্র : বাংলা ট্রিবিউন


Leave a reply