কেমন ছবি পছন্দ ভাবনার?
আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’ এখন মুক্তির অপেক্ষায় আছে। অনিমেষ আইচের পরিচালনায় তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সব ঠিক থাকলে শিগগিরই তা মুক্তি পাবে।
নতুন এ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানবজমিনকে ভাবনা বলেন, ‘আমরা শুধু নায়ক-নায়িকানির্ভর চলচ্চিত্র বেশি দেখি। কিন্তু ‘ভয়ঙ্কর সুন্দর’ এমনই একটি গল্প যেখানে নায়ক বা নায়িকা নয়, বরং চরিত্রের গুরুত্ব পেয়েছে। প্রতিটি চরিত্রেরই গুরুত্ব রয়েছে এ ছবিতে।’
তিনি আরো বলেন, ‘আমি এমনই একটি ছবির জন্য অপেক্ষা করছিলাম অনেকদিন। আর সেটি পেয়েও গিয়েছি। চলচ্চিত্রে আরো অভিনয়ের ইচ্ছা আছে। তবে নায়িকাপ্রধান সিনেমাতে নয়। লন্ডন, আমেরিকায় গিয়ে গানের শুটিং হলো, নাচানাচি হলো আর কয়েকটি রোমান্টিক দৃশ্যে কাজ করলাম সিনেমাও শেষ হলো- এ ধরনের কাজে অন্তত আমি বিশ্বাসী নই। আমার কাছে চরিত্রটিই আসল। যেখানে অভিনয়ের জায়গা থাকবে।’
‘ভয়ংকর সুন্দর’ এ ভাবনাকে দেখা যাবে নয়নতারা চরিত্রে। এ প্রসঙ্গে বলেন, ‘নয়নতারা একটু ভিন্নধর্মী চরিত্র। খুব ইনোসেন্ট। এখন আমরা যান্ত্রিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু নয়নতারা সে যান্ত্রিকতার মধ্যে নেই। এ চরিত্র করার সময় নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছি। দর্শকদেরও চরিত্রটি কিছুটা হলেও অন্য জগতে নিয়ে যাবে।’