Select Page

কোথায় দেখবেন ‘ভালোবাসার গল্প’

কোথায় দেখবেন ‘ভালোবাসার গল্প’

Bhalobashar golpo with anisur rahman milon debutant actress tania and munia afrin 2

শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল। অনন্য মামুন পরিচালিত ‘ভালোবাসার গল্প’। ৬০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভালবাসার গল্প’। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, মুনিয়া আফরিন, তানিয়া মির্জা, মিশা সওদাগর, ডন, মনিরা মিঠু, রিফাত চৌধুরী, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।

সিনেমার কাহিনী সম্পর্কে পরিচালক অনন্য মামুন বলেন, ‘ভালোবেসে প্রতারণা করা হত্যার শামিল। আমার ছবির মূল কথা এটি। অনেক দিন ধরে ছবি মুক্তি পেলে একটিই কথা শোনা যায়, ছবি মৌলিক নয়। আমি দর্শককে বলতে চাই, ছবি দেখে আপনাদের একটা তৃষ্ণা মিটবে। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। এখানে প্রেম আছে, জীবনের বাস্তবতা আছে। আশা করি, ছবিটি দর্শক গ্রহণ করবে।’

এবার জেনে নিন ‘ভালোবাসার গল্প’র হল তালিকা। তবে এ লিস্ট সম্পূর্ণ নয়–

ঢাকা : ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা, মধুমিতা, পূরবী, শাহীন, রাজমনি, মিনি গুলশান, ও পূনম।

ঢাকার বাইরে : মাধবী (মধুপুর), চান্দনা (জয়দেবপুর), মোহনা (কোনাবাড়ি), রুমা (মুক্তাগাছা), মৌসুমী (পাকুন্দিয়া), ছন্দা (হাসনাবাদ), গ্যারিসন (কুমিল্লা), শিল্পী (মধ্যনগর), রূপকথা (শেরপুর), সেনা (ময়মনসিংহ), মাধবী (মধুপুর), রেনাস (সখিপুর), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), মহন (হবিগঞ্জ), বিজিবি (সিলেট), সাগরিকা (চালা), মল্লিকা (উল্লাপাড়া), মুক্তি (চান্দাইকোনা), ক্লিওপেট্রা (ধুনট), মধুবন (বগুড়া), পূর্বাশা (সান্তাহার), বলাকা (ঠাকুরগাঁও), শাপলা (রংপুর), বনানী (কুষ্টিয়া), ছবিঘর (ঝিনাইদহ), কানন (ফেনী), আজাদ (পাতারহাট), পলাশী (শিবচর), সোনালী (টেকেরহাট), মিলন (মাদারীপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), মনোয়ার (জামালপুর), আশা (মেলান্দহ), অবসর (ভোলা) ও পিয়াসা (ধনবাড়ি)।

 


Leave a reply