Select Page

কৌশল করতে গিয়ে পরাস্ত নায়ক ও মাতাল

কৌশল করতে গিয়ে পরাস্ত নায়ক ও মাতাল

# নতুন সিনেমাকে পুরনো সিনেমা হিসেবে মুক্তি দেওয়া কেন অবৈধ হবে না জানতে চেয়েছে হাইকোর্ট
# রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি দেওয়া যাবে না নায়ক ও মাতাল
# আদালতে গিয়েছিলেন ‘মেঘকন্যা’র প্রযোজক। অন্য সিনেমা মুক্তি না পেলেও তার সিনেমাটি ১০টির বেশি হল যোগাড় করতে পারেনি
# মেঘকন্যায় অভিনয় করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা

নামমাত্র একটি হলে মুক্তি দিয়ে পরের সপ্তাহে দেশের বেশির ভাগ সিনেমা হল দখল যেন প্রথা হয়ে গিয়েছিল। এবার নিজেদের চালে ধরা পড়ল ‘নায়ক’ ও ‘মাতাল’ শিরোনামের ছবি।

প্রযোজক সমিতির নিয়ম মতে, একদিনে দুটির বেশি ছবি মুক্তির নিয়ম নেই। সেখানে ১২ অক্টোবর ‘পুরনো’ হিসেবেই মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা দুটির। এ কারণে ‘আসমানী’ পিছিয়ে গেলেও ‘মেঘকন্যা’র প্রযোজক হাল না ছেড়ে আদালতের আশ্রয় নেন।

‘নায়ক’ ও ‘মাতাল’ নামের কথিত পুরনো চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করেন ‘মেঘকন্যা’ চলচ্চিত্রের প্রযোজক জাহাঙ্গীর কবির। এর ভিত্তিতে সিনেমা দুটিকে পুরনো সিনেমা হিসেবে হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে, নতুন সিনেমাকে পুরনো সিনেমা হিসেবে মুক্তি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা মুক্তির ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও হাইকোর্টের আদেশে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে ১০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১২ অক্টোবর ‘মে কন্যা’ ও ‘আসমানী’ নামে দুটি নতুন চলচ্চিত্র মুক্তির কথা। চলচ্চিত্র দুটির পরিচালকও নতুন। প্রায় তিন মাস আগে এ দিনটিতে চলচ্চিত্র দুটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। হঠাৎ করেই ‘নায়ক’ ও ‘মাতাল’ এই দুটি নতুন চলচ্চিত্র কথিত পুরনো চলচ্চিত্র হিসেবে একই দিনে মুক্তির ঘোষণা করা হয়।

তাদের কথা, চলচ্চিত্র দুটি একটি করে প্রেক্ষাগৃহে আগেই মুক্তি দেওয়া হয়েছে। এতে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া ‌‘মেঘকন্যা’ ও ‘আসমানী’ চলচ্চিত্র দুটির প্রযোজকেরা তাদের চলচ্চিত্র মুক্তি নিয়ে শঙ্কায় পড়েছেন।

এদিকে ১১ অক্টোবর দুপুরে প্রদর্শক সমিতির নেতারা এ সংক্রান্ত এক  জরুরি সভা ডাকেন। যেখানে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজক, মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভা শেষে মিয়া আলাউদ্দিন গণমাধ্যমকে জানালেন, ‘নায়ক’ ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে বলে জেনেছি। ‘মাতাল’ ছবির তারিখও পেছানোর কথা। কারণ আদালতের স্টে অর্ডার অনুযায়ী ছবি দুটি ১২ অক্টোবর মুক্তি দিতে পারবে না।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, অনেক জটিলতা পেরিয়ে আজ (১২ অক্টোবর) দেশের মাত্র ৮/১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেঘকন্যা’ ছবিটি। এতে অভিনয় করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। এটি পরিচালনা করেছন মিনহাজুল ইসলাম।

অন্যদিকে বাপ্পী-অধরাকে নিয়ে ‘নায়ক’ নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। আর ‘মাতাল’ ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। অভিনয় করেছেন সাইমন সাদিক, অধরা খান, শিপন ও অরিন প্রমুখ।

সূত্র : বাংলা ট্রিবিউন


Leave a reply