Select Page

খরচ ৩০ লাখ টাকা বাড়িয়ে বলছেন ‘ক্যাসিনো’র প্রযোজক!

খরচ ৩০ লাখ টাকা বাড়িয়ে বলছেন ‘ক্যাসিনো’র প্রযোজক!

প্রযোজক রাজিব সারোয়ার দাবি করেছেন ‘ক্যাসিনো’ সিনেমায় তিনি এক কোটি ১০ লাখ টাকা লগ্নি করেছেন। কিন্তু পরিচালক সৈকত নাসির বলছেন, প্রযোজক টাকা দিয়েছেন ৬১ লাখ টাকা। টেকনিশিয়ানরা এখন প্রাপ্য বুঝে পায়নি, যা প্রায় ১৫ লাখ টাকা। এ হিসেবে দাবিকৃত টাকার চেয়ে ৩০ লাখ টাকা কম খরচ করেছেন প্রযোজক।

সৈকত নাসির ও ‘ক্যাসিনো’ ছবির তারকারা

সম্প্রতি বাংলা সিনেমায় নতুন প্রযোজক না আসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। যার উল্লেখযোগ্য অংশ বিএমডিবি সংরক্ষণ করে। সেই খবর ফেসবুকে শেয়ার হতেই মন্তব্য করেন প্রথম সিনেমা ‘দেশা দ্য লিডার’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া সৈকত নাসির।

প্রযোজক রাজিব সারোয়ারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রথমে ছবিটির বাজেট ছিল ৭০ লাখ টাকা। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির বাজেট দাঁড়ায় এক কোটি ১০ লাখে। মুক্তির পর প্রেক্ষাগৃহ থেকে মাত্র তিন লাখ টাকা পেয়েছেন প্রযোজক। ডিজিটাল ও টেলিভিশন থেকে আরও ২০ বা ২৫ লাখ আসতে পারে। অথচ প্রযোজককে লাভের আশা দেখিয়ে প্রযোজনায় আনা হয়েছিল।

মুক্তির পর বিনিয়োগের তিন ভাগই লোকসান ছবিটির। আর কোনো ছবি করবেন না বলে জানিয়েছেন ওই প্রযোজক। এই প্রযোজকের ভাষ্য, ‘মুক্তির আগে–পরে সিনেমাসংশ্লিষ্ট অনেকেরই সহযোগিতা পাইনি। অথচ ছবি নির্মাণের আগে আমাকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল। কাজটি শুরুর পরপরই বুঝতে পেরেছিলাম, এখানে আসা ঠিক হয়নি। কিছু মানুষ এখানে অসৎ। এদের কারণে ফিল্মে ভালো প্রযোজকেরা আসেন না।’

পরিচালক সৈকত নাসির জানান, রাজিব সারোয়ারের তিনি যোগাযোগ করেননি। বরং ছবির নায়ক নিরবের মাধ্যমে তার কাছে প্রস্তাব আসে।

তিনি বলেন, ‘এ সিনেমার প্রযোজক এই পর্যন্ত ৬১ লাখ দিয়েছেন। এখনো টেকনিশিয়ানরা তার কাছে প্রায় ১৫ লাখ টাকা পায়, যে কারণে সিনেমাটা মাঝে বন্ধ ছিল। উনি সব জায়গায় মিথ্যাচার করেছেন তাই এই সিনেমার কোনো মার্কেটিংয়ে আমাদের কোনো টেকনিশিয়ানরা যাই নাই। এমনকি আমিও এই ফিল্ম নিয়ে প্রমোশন করি নাই। আর এসব নিউজ করার আগে কেউ আমার স্টেটমেন্ট চায় নাই। তাহলে আমি আমার স্টেটমেন্ট দিতে পারতাম। আর এ প্রযোজককে আমি চিনতাম না। হুট করে আমাকে দেখে হিরো নিরব ভাই ফিল্মটা করার কথা বলেন খুব অল্প সময়ের মধ্যে। যার প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৮০ লাখ। খরচ তার চেয়েও কম হয়েছে। তার পরেও একটা ওটিটিতে এই ফিল্মটা সেল করার জন্য আমি তাকে ৩০ লাখ অফার করেছিলাম, তখন তিনি করেননি। পরে যখন বলেছেন তখন ওই কোম্পানি আর নিতে চায় নাই। সুতারং এসব আজগুবি নিউজ কে বা কেন করানো হচ্ছে এসব নিয়ে শিগগিরই একটা লেখা আমি প্রকাশ করবো।’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ক্যাসিনো’য় আরো অভিনয় করেন শবনম বুবলি ও তাসকিন রহমান।


Leave a reply