Select Page

খলনায়কে ক্লান্তি নেই কেন?

খলনায়কে ক্লান্তি নেই কেন?

atm-shamsuzzaman

আজকাল টেলিভিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে দেখা যায় না বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। নাটকে তাকে নেতিবাচক চরিত্রে দেখা না গেলেও ঘুরে-ফিরে সিনেমার কথাই আসে।

সম্প্রতি একাত্তর টেলিভিশনের একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়—এত এত নেতিবাচক চরিত্রে অভিনয় করে কি কখনো ক্লান্তি আসেনি?

উত্তরে শামসুজ্জামান জানান, অভিনয় তার কাছে ইবাদতের মতো। আল্লাহ বলেছেন, ক্লান্তি আসলে ইবাদত না করতে। তাই অভিনয়ে কখনো ক্লান্তি আসেনি।

আরো জানান, সিনেমার শেষে সবসময় খারাপ লোকের পরাজয়ই হয়। এর মাধ্যমে তিনি দর্শকদের খারাপ কাজ না করার শিক্ষা দিয়েছেন।

কোনো নায়িকার প্রতি প্রেম জেগেছিল কিনা?- প্রশ্নের জবাবে জানান, কারো কারো প্রতি জেগেছিল।

আরো জানান, তার অভিনয়ের অনুপ্রেরণা হলেন দীলিপ কুমার।


Leave a reply