খাস জমিন : ৭০ লাখ টাকা লগ্নি থেকে ফেরত ১ লাখ!
১০ নভেম্বর দেশের ৩১টি সিনেমা হলে মুক্তি পায় ‘খাস জমিন’। ছবিটি পরিচালনা করেছেন সারোয়ার হোসেন। ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বিপাশা কবির। সপ্তাহ জুড়ে ছবিটি সিনেমা হলে চালানো হলেও মাত্র এক লাখ টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক। তিনি মনে করেন বাংলাদেশে সব ছবিরই মন্দা চলছে, তাই ছবিটিও চলেনি। খবর এনটিভি অনলাইন।
সারোয়ার হোসেন বলেন, ‘এখন আসলে দর্শক ছবি দেখতে চায় না। যেখানে নায়ক সাইমনের মতো শিল্পী অভিনয় করেছেন, কাজী হায়াৎ, আমজাদ হোসেন অভিনয় করেছেন, সেখানে দর্শক কেন দেখবে না? আসলে এখন আর দর্শক ছবি দেখতে চায় না। কোনো ছবিই ব্যবসা করতে পারছে না। আমারটাও করেনি।’
তার দাবি ‘আয়নাবাজি’ বা ‘ঢাকা অ্যাটাক’ ছবিগুলোও ভালো ব্যবসা করেনি। ‘কথায় কথায় বলছে আট কোটি পেয়েছে প্রযোজক, একটা সিনেমা হলে দর্শক যে টাকা কাউন্টারে দেয়, তার ১০ শতাংশও পায় না ছবির প্রযোজক। কেউ যদি বলে আট কোটি টাকা কামিয়েছে, তাহলে হিসাব অনুযায়ী দর্শক দিয়েছে ৮০ কোটি টাকা। এটা কতটা সত্য তা মানুষ বুঝতে পারে। তবে তারা প্রচারণায় এগিয়ে ছিল। আমাদের ছবির প্রচার তুলনামূলক কম হয়েছে।’
আয়-ব্যয়ের হিসাব প্রসঙ্গে বলেন, ‘এক লক্ষ টাকা ফেরত পেয়েছি। আমার খরচ হয়েছে সত্তর লাখ টাকা, তার মানে আমি এই ছবিতে উনসত্তর লাখ টাকা লস করেছি।’
সারোয়ার আরো জানান, তিনি হাল ছাড়েননি। এবার জাতীয় পুরস্কার পাওয়ার মতো ‘উচ্চমার্গীয়’ সিনেমা নির্মাণ করবেন।