Select Page

গতানুগতিক ‘কোরবানি কোরবানি’, লুফে নিলেন শাকিব ভক্তরা

গতানুগতিক ‘কোরবানি কোরবানি’, লুফে নিলেন শাকিব ভক্তরা

কলকাতায় আকাশ সেনের তত জনপ্রিয়তা না থাকলেও ঢাকার নির্মাতাদের পছন্দের শীর্ষে তিনি, এই এক রহস্য! পরপর তিনটি লুক নিয়ে আলোচনায় থাকা শাকিব খানের ঈদের গানটিও তার করা। ‘প্রিয়তমা’র প্রথম ট্র্যাক ‘কোরবানি কোরবানি’ প্রকাশ হয়েছে আজ শনিবার (২৪ জুন) সন্ধ্যায়।

কথা-সুর-মিউজিকে ব্যতিক্রম কিছু পাওয়া যায়নি এই গানে। আকাশের অন্যসব গানের ঢঙ পুরোপুরি বিদ্যমান। তবে গানের চেয়ে প্রধান চমক শাকিবের পারফরমেন্স। দর্শক লুফেও নিয়েছেন। তিন ঘণ্টায় ফেসবুক পেজে ১ লাখ ৫৪ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ২২ হাজারের বেশি মন্তব্য ও ১১ হাজারের বেশি শেয়ার হয়েছে। একই সময়ের মধ্যে শাকিবের ফেসবুক পেজে গানটির ভিউ ১০ লাখের বেশি। প্রতি মুহূর্তে ভিউ সংখ্যা বাড়ছে।

ঢাকার এফডিসি ও নারায়ণগঞ্জের পানাম সিটিতে সেট বানিয়ে তিন দিন ধরে এই গানের শুটিং করা হয়েছে।

শোনা যাচ্ছে, গানটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার বাবা যাদব। এর দৃশ্যায়নে কলকাতার একই ধাঁচের গানের ছাপ রয়েছে। কোরবানির দৃশ্য না থাকলেও এই উৎসবের সঙ্গে সম্পর্কহীন মাজারের দৃশ্য রয়েছে।

গান প্রকাশের পর ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ বললেন, ‘তিনটি লুক সিনেমাপ্রেমীরা যেভাবে পছন্দ করেছেন, তা আমাদের মুগ্ধ করেছে। এবার গানটিও তারা দারুণভাবে গ্রহণ করেছেন। গানটি নিয়ে সবার যে উচ্ছ্বাস, তাতে মনে হয়েছে, আমাদের পরিশ্রম সার্থক। দর্শকেরাই আমাদের আনন্দ ও ভালো লাগার একমাত্র উপলক্ষ, তারা গানটি পছন্দ করছেন, নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে নানা কিছু লিখছেন, এটাই আমাদের প্রাপ্তি।’

https://www.youtube.com/watch?v=2xSjb1TDMPc

‘প্রিয়তমা’য় সহশিল্পী কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন আরশাদ আদনান। আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।


Leave a reply