Select Page

গল্প বা ভালো বাজেট দিলেই হবে না

গল্প বা ভালো বাজেট দিলেই হবে না

purnima

‘শুধু গল্প বা ভালো বাজেট দিলেই হবে না। প্রত্যেকটি শিল্পীর চরিত্র নিয়ে ভাবা উচিত। ধরা যাক, শাকিব খান একটি ছবিতে কাজ করছেন। তিনি চাইলে নিজস্ব চেষ্টায় ভালো মানের ছবিতে চেনা গল্প থেকে বেরিয়ে একটু নিজেকে ভেঙে গুছিয়ে কাজ করতে পারেন। একই ধরনের গল্প বা লুক দেখতে দেখতে মানুষ সত্যিই বিরক্ত। এসব নিয়ে শুধু শাকিব না চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীর ভাবা উচিত।’ কথাগুলো পূর্ণিমারমানবজমিনের প্রশ্নটি ছিল, ‌‘বর্তমানে চলচ্চিত্রের হাল খারাপ, তা ভালো করার লক্ষ্যে একজন শিল্পীর কি করণীয় বলে মনে করেন?’

বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে জিগেশ করা হয়, ‘শেষ কবে সিনেমা হলে গিয়ে ছবি দেখেছেন?’ উত্তরে ‘মনের মাঝে তুমি’ তারকা বলেন, ‘সাত বছর হলো দেশের সিনেমা হলে গিয়ে ছবি দেখি না। দেশের বাইরে গেলে হিন্দি ছবি সিনেমা হলে বসে দেখা হয়েছে। তবে বাংলা ছবি দেখা হয়ে ওঠেনি। টিভিতে মাঝে মাঝে চোখ পড়লে দেখা হয়।’

‘বাংলা ছবির জনপ্রিয় নায়িকা আপনি, ছবি না দেখলে কিভাবে বুঝবেন বর্তমানে কি ধরনের ছবি নির্মাণ হচ্ছে?’

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছবি সিনেমা হলে গিয়ে না দেখলেও বাসায় বিভিন্ন টিভি চ্যানেলে দেখি তো। সেই চকলেট লুকের নায়ক এবং একই ধরনের সংলাপ ও কাহিনী! তাই দেখতে ইচ্ছে করে না। তবে যৌথ প্রযোজনার কিছু ছবির গানের নির্মাণশৈলী ভালো হয়েছে। বাকি গানগুলো দেখলো তো মনে হয় এক একটি মিউজিক ভিডিও।’

পুরনো সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করে বলেন, ‘চলচ্চিত্রে আমি যখন কাজ শুরু করেছিলাম তখনও সম্মান পাইনি। অবশ্য এসব নিয়ে চিন্তা করি না। এই যেমন মাথায় ছাতা ধরার কেউ ছিল না, গাড়ি ছিল না, ঠিকমতো খাবার ছিল না। এখন তো কাজ শুরু করার আগে নায়িকারা গাড়ি নিয়ে এফডিসিতে প্রবেশ করে। অবশ্য গাড়ি থাকলে সম্মান তো দেবেই, তাই না? আমাদের সময় বিষয়গুলো এত সহজ ছিল না। ভালো কাজের প্রতিযোগিতা হতো।’


Leave a reply