গহীনে শব্দ পরিচালক গাছ চাপায় নিহত!
আবারও দুর্ঘটনায় প্রাণহানি, চলে গেলেন আরও এক চলচ্চিত্র পরিচালক। সোমবার রাজধানী ঢাকায় দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু। ধানমন্ডির রাস্তায় আকস্মিক ভেঙ্গে পড়া গাছের চাপায় নিহত হন তিনি।
জানা যায়, ধানমন্ডিস্থ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন গহীনে শব্দ পরিচালক মিঠু। পথিমধ্যে ধানমন্ডির ৪ নং রোডের পাশে অবস্থিত একটি গাছ হঠাৎ ভেঙ্গে রিকশার উপর পড়ে। এতে মিঠু গুরুতর আহত হন। তাকে পাশ্ববর্তী গণস্বাস্থ্য হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি।
মিঠু’র চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ তৈরী হয় তার চাচা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আলমগীর কবিরের কাজ ও উৎসাহে। মিঠুর পড়ার টেবিলের পাশেই আলমগীর কবিরে সম্পাদনার টেবিল ছিল। উল্লেখ্য, আলমগীর কবিরও আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন।
খালিদ মাহমুদ মিঠুর প্রথম চলচ্চিত্র গহীনে শব্দ তাকে চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোনাকির আলো’ ২০১৪ সালে মুক্তি পায়। এ সিনেমাটিও কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে।
https://youtu.be/qsRH1a9JcCQ