Select Page

গুরুতর অসুস্থ চলচ্চিত্রাভিনেতা সৈয়দ আকতার আলী

গুরুতর অসুস্থ চলচ্চিত্রাভিনেতা সৈয়দ আকতার আলী

61786_e5যারা নিয়মিত বাংলা ছবি দেখেন তাদের কাছে সৈয়দ আকতার আলী অপরিচিত নন। তিনি এখন গুরুতর অসুস্থাবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্য ও ডাক্তারদের ভাষায়, জীবনের শেষ সময় পার করছেন তিনি।

গত এক মাসের মধ্যে তার পরপর দু’বার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয়। মস্তিষ্কে সমস্যা ছাড়াও তার রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যাও। প্রায় ১৫ দিন ধরে এ চলচ্চিত্রাভিনেতা ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের ২০২নং ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসা নিচ্ছেন।

এ অভিনেতার চিকিৎসার জন্য বর্তমানে অর্থেরও ভীষণ প্রয়োজন বলে জানিয়েছেন তার ছেলে সুমন। তাকে আর্থিক সহায়তার জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন তার ছেলে সুমনের (০১৬৭০৪৪৪২৯১) সঙ্গে।

১৯৪১ সালের ১৭ই অক্টোবরে  আসামে জম্ম নেয়া আকতার আলী ঢাকার আর্ট কলেজ থেকে ডিপ্লোমা করার পরপরই নাটকে অভিনয়ে জড়িয়ে পড়েন। তার অভিনীত প্রথম ছবি ‘নদী ও নারী’। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো ‘লালন ফকির’, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘সারেং বউ’, ‘কী যে করি’, ‘সুরুজ মিঞা’, ‘এখনই সময়’, ‘বংশধর’। পরিচালক হিসেবে তিনি ‘নাবালক’ ছবিটি নির্মাণ শুরু করলেও শেষ করতে পারেননি। সর্বশেষ গুণী এ অভিনেতা ‘এক জবান’ ও ‘রিকশাওয়ালার ছেলে’ ছবিতে অভিনয় করেন।

সুত্র: মানবজমিন


Leave a reply