গোয়েন্দা কাহিনিতে হবে সাদাতের পরের সিনেমা
সাদাত হোসাইন মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও এরই মধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছেন—‘বোধ’ ও ‘দ্য সুজ’। ছবি দুটির জন্য জিতেছেন জুনিয়র চেম্বার আন্তর্জাতিক পুরস্কার এবং শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র উত্সব ২০১৬-এর শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার।
শুক্রবার মুক্তি পাচ্ছে সাদাত পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’। নয়টি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন গায়ক আসিফ আকবর।
কালের কণ্ঠের এক প্রতিবেদনে জানা যায়, আসিফ সামনে আর অভিনয় করবেন না। তবে সাদাত চালিয়ে যেতে চান পরিচালনা। পরের ছবির পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। এটি হতে পারে নিজের লেখা গোয়েন্দা গল্প নিয়ে।
সাদাত বলেন, “ছবি বানানোর অন্যতম চ্যালেঞ্জ প্রযোজক পাওয়া। এর মধ্যেই এনামুল ভাই আমাকে দিয়ে আরেকটা ছবি নির্মাণে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। আমি সম্প্রতি একটা গোয়েন্দা থ্রিলার লিখেছি—‘ছদ্মবেশ’। এর নায়ক এস আই রেজাকে ভেবেছি গোয়েন্দা চরিত্র হিসেবে। ইচ্ছা আছে বইটা থেকে ছবি বানানোর। বাকিটা দেখা যাক।”
আপাতত সাদাতের সব ভাবনা ‘গহীনের গান’ নিয়ে। বলেন, ‘মনে হচ্ছে শুক্রবার ছবি নয়, এসএসসির ফল বেরোবে! এটাই আমার প্রথম ছবি, তাই কিছু ভুল থাকবেই। তবে চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো করার। প্রথাগত বাণিজ্যিক ছবিও না আবার ঠিক বিকল্প ধারারও না। আশা করি, দর্শকদের স্পর্শ করবে।’