Select Page

১৫ হলে ‘গহীনের গান’, সপ্তাহজুড়ে দর্শকের কাছাকাছি তারকারা

১৫ হলে ‘গহীনের গান’, সপ্তাহজুড়ে দর্শকের কাছাকাছি তারকারা

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘গহীনের গান‘। ছবি মুক্তির পুরো সপ্তাহজুড়েই বিভিন্ন প্রেক্ষাগৃহে যাবেন ছবিটির অভিনয়শিল্পীরা। মুক্তির প্রথম দিনে ঢাকার কয়েকটি হলে হাজির হবেন তারা।

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো বড়পর্দায় এসেছেন এই চলচ্চিত্রের মাধ্যমে।

তিনি বলেন, ‘ছবিটিতে হৃদয়ের গহীনের আনন্দ-বেদনার কাব্য বলেছি আমরা। এই গল্প যে কারোর সঙ্গে মিলে যেতে পারে। আমরা ছবিটিকে সবার হৃদয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য হলে হলে যাচ্ছি।’

ছবির পরিচালক সাদাত হোসাইন বলেন, ‌’প্রথম দু’দিন ঢাকা ও ঢাকার আশপাশের হলে গিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটাবো। এরপর ঢাকার বাইরের সব হলেও যেতে চাই আমরা। আমাদের বিশ্বাস, ছবিটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

‌বাংলাঢোল প্রযোজিত ‘গহীনের গান’ প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হচ্ছে অন্তত ১৫টি প্রেক্ষাগৃহে। ঢাকায় হলের তালিকায় রয়েছে ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, মধুমিতা, সেনা সিনেমা হল, গীত। ঢাকার বাইরে রয়েছে নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), চন্দ্রিমা (সাভার), পুরবী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), চিত্রালী (খুলনা), রূপকথা (পাবনা) প্রভৃতি। ছবিটির পরিবেশক দি অভি কথাচিত্র জানিয়েছে, নতুন সপ্তাহে আরো কিছু হলে ছবিটি দেখা যাবে।

পরিচালক সাদাত হোসাইন ও নায়িকা তানজিকা আমিনের সঙ্গে আসিফ

‘গহীনের গান’-এ আসিফ আকবরের সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান ও তুলনা আল হারুন। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি নতুন গান।


মন্তব্য করুন