Select Page

চঞ্চল চৌধুরীকে নিয়ে প্রশ্ন করলে মন্ত্রণালয়ে অভিযোগের হুমকি নিপুণের!

চঞ্চল চৌধুরীকে নিয়ে প্রশ্ন করলে মন্ত্রণালয়ে অভিযোগের হুমকি নিপুণের!

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহাদের সঙ্গে একই সারিতে বসেছেন চঞ্চল। এমনকি তাকে উৎসব থেকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। এরপর শাহরুখের সঙ্গে সেলফি শেয়ার করে আলোচনায় আছেন এই অভিনেতা। চঞ্চলের এই অগ্রযাত্রাকে ‘নিজেদের অর্জন’ বলে দাবি করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। এ বিষয়ে প্রশ্নে বিরক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিযোগ করার হুমকিও দিলেন। খবর বাংলা ট্রিবিউন।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যান নিপুণ। এ সময় তার সঙ্গে ছিলেন সাইমন সাদিক, শাহনূরসহ শিল্পী সমিতির আরও কয়েকজন নেতা। 

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনের প্রায় এক বছর ঘনিয়ে এসেছে। এই এক বছরে সমিতির অর্জন কী? এমন প্রশ্ন শুনে নিপুণ বলেন, ‘এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনও শিল্পী দাঁড়ায়নি। গতকাল কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’

চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্য নন। তাছাড়া তিনি এফডিসি সংশ্লিষ্ট সিনেমায়ও কাজ করেন না। তাহলে কীভাবে তার সাফল্য সমিতির অর্জন হয়? এরকম প্রশ্ন শুনে ক্ষুব্ধ হলেন নিপুণ। বললেন, ‘এটা বলছেন আপনারা। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছেন? তিনি একবারও বলেছেন যে, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবো না? উনি কিন্তু ওখানে (কলকাতা চলচ্চিত্র উৎসব) গিয়ে বলেছেন, আমি এসেছি বাংলাদেশ চলচ্চিত্র থেকে। উনি বলেননি যে আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর তৈরি করবেন না। অভিনয়ে শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’

শিল্পী সমিতির সদস্য তালিকায় চঞ্চলের না থাকা প্রসঙ্গে নিপুণের উল্টো প্রশ্ন, ‘আমি যদি প্রশ্ন করি তাকে শিল্পী সমিতির সদস্য করা হয়নি কেন? আমি তো এসেছি মাত্র। আগের কমিটিকে কেন এই প্রশ্ন করেননি। আমি আসার পর যাদের বাদ দেওয়া হয়েছিল, তাদের এনেছি। জায়গায় জায়গায় গিয়ে শিল্পীদের বলেছি সদস্য হওয়ার জন্য।’

সবশেষে সাংবাদিকদের হুমকি দিয়ে নিপুণ বললেন, ‘আমাদের ছবি যেই পর্দায় দেখানো হয়, সেখানে কি তার (চঞ্চল) ছবি দেখানো হয় না? তাদের জন্য কি আলাদা কিছু আছে? এরপর থেকে যে এরকম প্রশ্ন করবে, আমি তার নামে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করবো।’

চঞ্চল কলকাতায় গেছেন তার অভিনীত ‘হাওয়া’ সিনেমার সূত্রে। এটি শুক্রবার (১৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেই সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছে। এজন্য ‘হাওয়া’র নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী নাজিফা তুষিও কলকাতায় অবস্থান করছেন।


মন্তব্য করুন