চরিত্রই নেই উপন্যাসে : সোহানা হচ্ছেন শার্লিন ফারজানা!
কাজী আনোয়ার হোসেন আইকনিক চরিত্র ‘মাসুদ রানা’র নাম আসলে সোহানার নামও চলে আসে। এমনকি প্রিন্স মাহমুদের লেখা-সুরে একটি গানে এ জুটির নাম পাওয়া যায়। মজার বিষয় হলো, গোয়েন্দা সিরিজটিতে সোহানার আবির্ভাব অনেক পরে। এরই মধ্যে সংবাদমাধ্যমে প্রতিবেদনে শোনা যায়, এ চরিত্রে অভিনয় করছেন শার্লিন ফারজানা। কিন্তু এটা তো অসম্ভব।
প্রথমত, জাজ মাল্টিমিডিয়া সিরিজের প্রথম তিন বই নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ওই সব উপন্যাসে সোহানা নামে কোনো চরিত্র নেই। আর সোহানাকে নতুন করে যোগ করতে গেলে তা হয়ে যাবে পার্শ্ব চরিত্র। কারণ তিন কাহিনিতেই গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলো অনেকার্থে ঋণাত্বক, এমনকি মাসুদ রানার প্রতিপক্ষও। ফলে সোহানাকে কাহিনিতে আনার কোনো সুযোগ নেই। বরং, চরিত্রটি রাখলে আকর্ষণই নষ্ট হয়ে যাবে।
দ্বিতীয়ত, শার্লিন ফারজানার নামের খবরটি প্রকাশ করে দেশের প্রথমসারির একটি সংবাদমাধ্যম। যেখানে নায়িকাই বলছেন, তিনি সোহানা হচ্ছেন এটা নিশ্চিত। অন্যদিকে অপর একটি সংবাদমাধ্যমকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এ ধরনের কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেন। জানান, আপাতত তাদের মনোযোগ মাসুদ রানা নির্বাচনের দিকে।
তবে শার্লিনের এমন দাবিকে অনেকেই ভালোভাবেই গ্রহণ করেছেন, সম্ভবত সিরিজটির কাহিনি নিয়ে কোনো ধারণা না থাকায়। এটা থেকে বোঝা যায়, টিভি পর্দার এ নায়িকার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
তাকে শিগগিরই দেখা যাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায়। শার্লিন আরো জানান, তাকে দেখা যাবে গিয়াসউদ্দিন সেলিমের ডাকাতিয়া ও অপারেশন জ্যাকপট শিরোনামের সিনেমায়।