চলচ্চিত্রে শম্পার ব্যস্ততা
‘সুপার হিরো সুপার হিরোইন’ রিয়েলিটি শো’র মাধ্যমে মিডিয়াতে অভিষেক হওয়া শম্পা সম্প্রতি এক সাক্ষাতকারে তার চলচ্চিত্রকেন্দ্রিক ব্যস্ততার কথা জানিয়েছেন। ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন তিনি।
‘ওয়ান ওয়ে রোড’ নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন গত ৭ তারিখ থেকে। ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘এক্সকিউজ মি‘ নামে দুটো ছবির ডাবিং এর কাজ চলছে বর্তমানে।
কিছুদিন আগে শম্পার প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা‘ মুক্তি পেয়েছে। দর্শক রেসপন্স সম্পর্কে শম্পা ‘মোটামুটি ভালো’ বলেছেন। অনেকেই গল্প ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছে বলেও জানান তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি প্রায় ৬টির মত ধারাবাহিক ও ডেইলিসোপে কাজ করছেন শম্পা।
সুত্র: দৈনিক ইত্তেফাক