চলচ্চিত্র বিনিময়ে অনিয়ম চান না আজিজ
বাংলাদেশ-ভারতের চলচ্চিত্র বিনিময়ে যদি অনিয়ম হয়, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
‘শিকারী’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২২ জুন সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে তিনি এই কথা বলেন।
আব্দুল আজিজ বলেন, ‘আমাদের দেশের সাথে কলকাতার এরই মধ্যে চলচ্চিত্র বিনিময় শুরু হয়েছে। ব্যক্তিগতভাবে আমার এই ছবি বিনিময় নিয়ে কোনো সমস্যা মনে করছি না। কিন্তু এই বিনিময়ের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যদি সঠিকভাবে যাচাই বাছাই না করে, ছবির বিনিময় করা হয়, তাহলে এক সময় আমাদের দেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘চলচ্চিত্র বিনিময় হতে হবে সমানে সমান। দেখা গেল কলকাতা থেকে যে ছবিটা আমাদের হলের জন্য আসছে সেই ছবিটা গত মাসে রিলিজ হয়েছে। বিগবাজেটে, বিগ আর্টিস্টের একটি ছবি। আর আমাদের দেশ থেকে যে ছবিটা কলকাতায় পাঠানো হয়েছে সেটি সাত বছর আগের একটা ছবি, যেটি বাংলাদেশেও তেমন ব্যবসা করতে পারেনি। দেখা গেল তারা তাদের ছবি দিয়ে আমাদের দেশ থেকে কোটি টাকা কামিয়ে নিয়ে গেল আর আমাদের ছবি ২০ হাজার টাকা দিয়ে নিয়ে সেটি ফেলে রাখল, দেখানোই হলো না। ব্যবসায়িকভাবে তারা হিসাব করল যে ২০ হাজার টাকায় ছবি নিয়ে কোটি টাকা আয় হচ্ছে। এমন হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’
আজিজ মনে করেন দুই বাংলার মধ্যে চলচ্চিত্র বিনিময়ে নজরদারির প্রয়োজন আছে। তিনি বলেন, ‘পরিচালক, প্রযোজক ও সাংবাদিকদের বিষয়টি নিয়ে এক হয়ে কাজ করতে হবে।’
বিষয়টি নিয়ে সরকারি একটি মনিটরিং সেল করারও পরামর্শ দেন তিনি।
উল্লেখ, ঈদুল ফিতরে বাংলাদেশে যৌথ প্রযোজনার দুটি সিনেমা মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।