চলে গেলেন খালেদ খান
বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক খালেদ খান আর নেই। শুক্রবার রাত ৮টা ১৮ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএমডিবি পরিবার তার আত্মার শান্তি কামনা করছে।
খালেদ খান ১৯৫৮ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মেধাবী ছাত্র ছিলেন তিনি। ধানমন্ডির সাত মসজিদ রোডে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউএলএবি) তিনি ট্রেজারার হিসেবে চাকরি করেছেন। প্রশাসনিক এই দায়িত্বের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়িয়েছেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে।আশির দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন খালেদ খান। তিনি হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ইমদাদুল হক মিলনের ‘রূপনগর’ নাটকে অভিনয় করেন। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে তিনি ৩০টিরও বেশি নাটকে অভিনয় করেন। নির্দেশনা দিয়েছেন ১০টিরও বেশি নাটক। অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের ‘রক্তকরবী’ নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন। নিদের্শনা দিয়েছেন সুবচন নাট্য সংসদের ‘রূপবতী’।
তার অভিনীত চলচ্চিত্র হলো প্রয়াত আখতারুজ্জামান পরিচালিত ‘পোকামাকড়ের ঘরবসতি’ ও এনামুল কবির নির্ঝর পরিচালিত ‘আহা’।
বেশ ছোটবেলা থেকেই উনার অভিনয় আমার ভালো লাগত। বেশ গুনি অভিনেতা ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি।