চাদর: ১০ বছর পর রাজুর পরিচালনায় সাইমন, নায়িকা বুবলি
১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘চাদর’ ছবিটির শুটিং হবে …
দশ বছর আগে ঢালিউডে অভিষেক হয় সাইমন সাদিকের। জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ ছবিতে। তারা উপহার দেন ‘পোড়ামন’-এর মতো ব্লকবাস্টার। তৃতীয় সিনেমার পর তাদের সম্পর্কের অবনতি হয়। এরপর ‘জান্নাত’ সিনেমায় সাইমন জাতীয় পুরস্কার পেলেও রাজুর সিনেমার মতো করে তাকে পাওয়া যায়নি।
সব মিলিয়ে এক দশক পর আবারো ছবি করছেন সাইমন ও রাজু। নাম ‘চাদর’। নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। ছবিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে।
‘চাদর’-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মুনিরা মিঠু। বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে সবাই চুক্তি স্বাক্ষর করেন।
এ বিষয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চুক্তি স্বাক্ষর করেছি। কারণ, চুক্তি না হলে কাজ শুরু করা যাবে না। অনেক বছর পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এফডিসি ছবি প্রযোজনা করছে। আমরা শিগগিরই একটি অনুষ্ঠান করে সবাইকে বিস্তারিত জানাব।’
১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। এ প্রসঙ্গে ছবির পরিচালক জাকির হোসেন বলেন, ‘এফডিসির সঙ্গে আজ আমাদের আনুষ্ঠানিক চুক্তি হলো। আশা করছি, ১২ সেপ্টেম্বর থেকে টানা শুটিং শুরু করতে পারব। শুক্রবার থেকে এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে রিহার্সেল করা হবে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এফডিসিকে ২০২১-২২ অর্থবছরে দুটি ছবি নির্মাণের জন্য অনুদান দেয়। যার একটি ‘চাদর’। এই ছবির জন্য ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে মন্ত্রণালয়। অন্য ছবিটি নির্মাণ করছেন দীপংকর দীপন।
১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবিটির পর ‘সূর্য সংগ্রাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় এই প্রতিষ্ঠান। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়।