
‘চালবাজ’-এর গান ফাঁস!
শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি। দুই-দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন ইতোমধ্যে। তৃতীয়টির অপেক্ষায় আছেন দর্শক। আর সেই সিনেমার গানই কি-না ফাঁস হলো!
সিনেমাটির নাম ‘চালবাজ’। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন।
গত বছর লন্ডনে সিনেমাটির শুটিং হয়। গানের ফুটেজে সেখানকার দৃশ্যই দেখা যায়।
ভিডিওতে পুরো গান শোনা যায়। গানের সঙ্গে ভিডিওর কিছু জায়গা দারুণভাবে মেলে যায়। তবে, অনন্য মামুন দাবি করছেন মূল গানের ফুটেজ সেখানে ব্যবহার হয়নি। পরিচালক তা বলতেই পারেন!
তবে বোঝা যাচ্ছে, রোমান্টিক ট্র্যাকটির সম্পাদিত ভিডিও আসেনি ফাঁসকারীদের হাতে।
গানটিতে ব্যবহৃত ফুটেজের স্থিরচিত্র এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। তা থেকে বোঝা যায় সম্পাদনা দুর্বল হলেও মূল ফুটেজই ফাঁসকারীদের হাতে এসেছে।
৪ ফেব্রুয়ারি ইউটিউবে গানটি প্রকাশ হয়েছে। ইতোমধ্যে দেখা হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশিবার।
বেশ আগেই ‘চালবাজ’-এর চিত্রায়ন হয়েছে। এখনো মুক্তির তারিখ ঘোষিত হয়নি।
সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ।