Select Page

‘চালবাজ যদি নীতিমালা না মানে কাজ করব না’

‘চালবাজ যদি নীতিমালা না মানে কাজ করব না’

যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে সোচ্চার তারকাদের অন্যতম মিশা সওদাগর। সম্প্রতি শোনা গেল, অনন্য মামুনের যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে কী বললেন মিশা? সাক্ষাৎকারের অংশ বিশেষ নেওয়া হয়েছে ইত্তেফাক থেকে।

যৌথ প্রযোজনা চলচ্চিত্র নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিতর্কিত খবর পাওয়া যাচ্ছে। ঠিক এমন সময় আপনার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের খব শোনা যাচ্ছে। কী বলবেন?

‘চালবাজ’ শিরোনামের যৌথ প্রযোজনার ছবিটি নিয়ে আমার সাথে পরিচালকের কথা হয়েছে। আমার কাছে কতো পরিচালকইতো ছবির প্রস্তাব নিয়ে আসতে পারে।  আমার পছন্দ হলে করি, না হলে ফিরিয়ে দেই। ছবিটির স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি। স্ক্রিপ্ট দেখে সব ঠিক থাকলে আমি অভিনয় করবো। আমি একজন অভিনেতা হিসেবে যৌথ প্রযোজনা ছবির প্রস্তাব পেতেই পারি।  ‘চালবাজ’-এ অভিনয় করছি, এটা আমার কাছে কোনো বিশেষ কিছু নয়! এটা নিয়ে এখনো নিউজ হওয়ার কিছু নেই। যখন অভিনয় করবো, ভেবে-চিন্তেই করবো।

যৌথ প্রযোজনার ছবিগুলো কিন্তু এখন নিয়ম না মেনেই হচ্ছে, এই বিষয়ে আপনিও সোচ্চার ভূমিকায় ছিলেন। সেই ক্ষেত্রে নতুন কোনো ছবি যে নিয়ম মেনে হবে এমনটা আশা করা যায়?

যৌথ প্রযোজনায় বর্তমানে যে ছবিগুলো নির্মিত হচ্ছে সেগুলোর বেশির ভাগই নীতিমালা মানছে না এটা সত্য। তবে এ ঘরানা থেকে তো বেরিয়ে আসা দরকার। ‘চালবাজ’ ছবিতে যদি নীতিমালা না মানে তাহলে আমি কাজ করবো না। বাংলাদেশের শিল্পী আর ওপার বাংলার শিল্পী সমান হলেই এই ছবিতে সাক্ষর করবো। তবে যাই হোক, নীতিমালার বাইরে যাবো না।

শিল্পী সমিতির এই বিষয়ে পদক্ষেপ কেমনটা থাকবে?

শতভাগ পদক্ষেপ থাকবে। আমরা যেমন ন্যায়ের পক্ষে তেমনি অন্যায়ের বিপক্ষে।


মন্তব্য করুন