
চাষী নজরুল ইসলামের জম্মদিন আজ

তিনি মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা। তার নির্মিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভ দা, চন্দ্রনাথ, সুভা, শাস্তি, বিরহ ব্যথা, শিল্পী ও হাছন রাজা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে দুইবার চলচ্চিত্র নির্মাণ করে তিনি রেকর্ড করেছেন। এছাড়াও তিনি জাতীয় তিন নেতাকে নিয়ে নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র শেরেবাংলা, মওলানা ভাসানী ও দেশ জাতি জিয়াউর রহমান।
তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।