চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ফারুক
দেশীয় চলচ্চিত্রের গ্রামীণ চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক ‘মিয়া ভাই’ নামে পরিচিত ফারুক চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। এজন্য সেখানে চার মাস থাকবেন। কিডনিজনিত রোগে ভুগছেন সবার প্রিয় এই তারকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ ডা. লাইচুর তত্ত্বাবধানে চিকিৎসা হবে।
তিনি জানান, মহান আল্লাহ্র অসীম রহমত আর সকলের ভালবাসায় আমার হার্ট, লিভার ইত্যাদি সবকিছুই অত্যন্ত ভাল আছে। যেটুকু সমস্যা কিডনিতে। সেটাও মহান আল্লাহ্র রহমতে ঠিক হয়ে যাবে বলে ডাক্তার আশ্বস্ত করেছেন। তারপরও আমি সবার দোয়া চাই।
ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান। ডাক নাম দুলু। জন্ম ১৮ই আগস্ট ঢাকায়। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পেয়েছেন বাচসাস পুরস্কার, চ্যানেল আই-এর চলচ্চিত্র মেলায় বিশেষ সম্মাননা। অভিনয় করেছেন শতাধিক ছবিতে।
ফারুক অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখি’, ‘নয়নমণি’, ‘সারেং বউ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখি তুমি কার’, ‘কথা দিলাম’, ‘প্রতিজ্ঞা’, ‘জনতা এক্সপ্রেস’, ‘লাল কাজল’, ‘চিৎকার’, ‘সীমার’, ‘সাহেব’, ‘ঝিনুকমালা’, ‘বেহুলা লক্ষ্মীন্দর’, ‘মিয়া ভাই’, ‘লটারী’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘বন্ধু আমার’, ‘জীবন সংসার’, ‘পৃথিবী তোমার আমার’, ‘এখনো অনেক রাত’, ‘অন্ধ বধূ’, ‘চোখের মণি’, ‘মান অভিমান’, ‘বিরাজ বৌ’, ‘কোটি টাকার কাবিন’, ‘ঘরের লক্ষ্মী’ ইত্যাদি।
সুত্র: মানবজমিন