৪ বছর পর চিত্রনাট্যে
বাংলাদেশের খ্যাতিমান গীতিকারদের মধ্যে তিনি অন্যতম। চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবেও পেয়েছেন সাফল্য। অনেক হিট সিনেমার উপহার দিয়েছেন একসময়। এবার ৪ বছর পর নতুন সিনেমার জন্য চিত্রনাট্য লিখলেন।
তিনি গাজী মাজহারুল আনোয়ার। তার লেখা থেকে ‘ফাগুনের আগুন’ পরিচালনা করবেন শফিক হাসান। সোমবার একটি গানের রেকর্ডিংয়ের সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শুটিং শুরু হবে ২৪ ডিসেম্বর।
নতুন ছবির চিত্রনাট্য লেখা নিয়ে মাজহারুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘মাঝে শারীরিক অসুস্থতার কারণে আমি সবকিছু থেকে দূরে ছিলাম। এখন আবার এসেছি। আমার কাছে মনে হয়েছে কিছু ভালো ছবি হওয়া খুব দরকার, যেগুলো দর্শকদের আবার সিনেমা হলে ফিরিয়ে আনবে।’
তিনি আরো বলেন, ‘সাধারণত বাইরের চিত্রনাট্য করি না। তবে শফিক হাসান অনেক দিন ধরেই বলছেন। তাই কাজটি করা। তাঁর প্রতি আমার আস্থা আছে। আশা করছি তিনি গল্পটি ঠিকঠাক তুলে আনতে পারবেন।’
সর্বশেষ ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’ চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছিলেন মাজহারুল আনোয়ার। সিনেমাটি পরিচালনাও করেন তিনি। মুক্তি পায় ২০১১ সালে।