
চুপিসারে আমেরিকায় ফিরে গেলেন শাকিব খান
গ্রিনকার্ডের জন্য নয় মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে শাকিব খান যখন দেশে ফেরেন, ভক্তদের বড় একটা ঝটলা দেখা যায় বিমানবন্দরে। কয়েক মাস পর যখন ফিরে গেলেন, তাত্ক্ষণিক কেউ জানতেও পারল না।

১৪ জানুয়ারি দুবাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শাকিব। সেখান থেকেই ১৬ জানুয়ারি রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ‘হিরো দ্য সুপারস্টার’।
কালের কণ্ঠকে খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ও মেকআপ আর্টিস্ট সবুজ খান। তিনি বলেন, “শাকিব ভাই যুক্তরাষ্ট্রে থাকবেন ২৯ জানুয়ারি পর্যন্ত। তাঁর কিছু ব্যক্তিগত কাজের জন্যই সেখানে গিয়েছেন। এসেই নতুন ছবির কাজে মনোযোগ দেবেন। শেষ করবেন ‘আগুন’ ছবির গানের শুটিং।”
২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এই সময়ে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চেয়ে আবেদন করেন। সেটি হাতে পাওয়ার পর ২০২২ সালের ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি।
দেশে পুরোনো দুটি ছবির কাজ শেষ করেন এ নায়ক। এর মাঝে নায়িকা শবনম বুবলির সঙ্গে বিয়ে ও সন্তানের গুঞ্জনের সত্যতা বিতর্কে রূপ নেয়। এক ধরনের কোনঠাসা পরিস্থিতি পরপর কিছু সিনেমার ঘোষণা দেয়। কিন্তু প্রায় মাস দেশে থেকেও নতুন কোনো কাজ শুরু করতে পারেননি। এর মাঝে চুপিসারে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন। ধারণা করা হচ্ছে, নাগরিকত্বের শর্তপূরনের জন্য এ নায়কে উড়াল দিতে হয়েছে।