Select Page

চুলের হেরফের : ক্ষমা চাইলেন শুভ

চুলের হেরফের : ক্ষমা চাইলেন শুভ

ঢাকা অ্যাটাক’ দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বেড়েই চলেছে। এতে বোম ডিসপোজাল দলের ইনচার্জ আবিদ রহমান চরিত্রে আরিফিন শুভর অভিনয়ও প্রশংসিত হচ্ছে। তবে ছবিটিতে তার চুলের ধারাবাহিকতা না থাকায় প্রশ্ন তুলেছেন অনেকে। তার কানেও গেছে তা।

এজন্য ক্ষমা চেয়েছেন শুভ। সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে তিনি বলেন, ‘প্রথমে আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি। কারণ একজন অভিনয়শিল্পী হিসেবে এটা প্রথমত আমার ভুল।’

এরপর শুভ জানান, দুই বছর ধরে ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং হয়েছে। পরিকল্পনামাফিক নির্ধারিত সময়ে এর কাজ শেষ করা যায়নি। মূলত এ কারণে তিনি হেয়ার স্টাইলের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বলে উল্লেখ করেন লাইভে।

শুভ আরও বলেছেন, ‘এর দায়ভার আমার কাঁধে নিলাম। আমি সমগ্র দেশবাসী ও দর্শকের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটিতে এমন একটা ভুল থাকায় আমি আবারও ক্ষমা চাইছি। কোনও না কোনোভাবে ধারাবাহিকতার ভুল হয়ে গেছে।’

দর্শক ও পরিবেশকদের কাছ সাড়া পাওয়ায় লাইভে এসেছেন বলে জানান শুভ। তিনি বলেন, ‘‘যারা ‘ঢাকা অ্যাটাক’ দেখেছেন, দেখতে যাচ্ছেন ও দেখার পরিকল্পনা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ সোমবার, এদিনও অনেকে টিকিট পাচ্ছেন না হাউসফুল থাকায়, এটা ভাষায় বলার মতো নয়। জানি না কিভাবে ধন্যবাদ জানাবো। ছোট ছোট বাচ্চাদেরও আমার চরিত্রটি ভালো লেগেছে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

ছবিটিতে নিজের সহশিল্পীদের মধ্যে এবিএম সুমন, নবাগত তাসকিন রহমান, অভিনেত্রী মাহিয়া মাহি, কাজী নওশাবা আহমেদের প্রশংসা করেছেন শুভ। সেই সঙ্গে পরিচালকসহ নেপথ্যের সবাইকে ধন্যবাদ দেন তিনি।

নিজের আগামী ছবি পুরোপুরি ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি হচ্ছে বলে জানান শুভ। এটিও দর্শকদের দেখার আহ্বান জানান তিনি। তার কথায়, ‘যে কোনও নায়ক কিংবা পরিচালকের ছবি হোক না কেন, দর্শকরা তা দেখলে আমরা উজ্জীবিত হই। আরও ভালো কাজ করার অনুপ্রেরণা আসে তখন। মনে হয় আমরা নতুনভাবে বেঁচে উঠলাম! আমার আগামীর কাজগুলো যেন আরও ভালো হয় সেটাই আমি চাই। সবাই দোয়া করবেন।’

সূত্র : বাংলা ট্রিবিউন


Leave a reply