ছবিশূন্য বছরের শেষ শুক্রবার
বছরের শেষ শুক্রবারে নতুন কোনো ছবি মুক্তি পেলো না। চলমান রাজনৈতিক সংঘাতে উদ্বিঘ্ন আছে সারাদেশ। সে ছোঁয়া চলচ্চিত্র ব্যবসায়েও এসে লেগেছে। শুধু বছরের শেষ নয়, নতুন বছরের শুরুতে কি হবে তাও বলা যাচ্ছে না।
আগের সপ্তাহে বিএমডিবি প্রকাশ করেছিলো ২০১৩ সালের সালতামামি। সালতামামিতে দেখা যায় অনেক নিরাশার বিষয় থাকলেও আগের দুই বছর থেকে সামান্য অগ্রগতি দেখা গিয়েছে চলচ্চিত্রাঙ্গনে। দর্শকরাও আশা করছেন সামনের বছরে সুনির্মিত অনেকগুলো ছবি দেখতে পাবেন। যদিও ২০১২ সালে দর্শকদের এমনই আশা ছিলো।
বাংলাদেশে নির্বাচনের আগের একবছর ব্যবসা-বাণিজ্য ও অন্য সবকিছুর জন্ই তেমন সুখকর থাকে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকে তাড়াহুড়ো করে ছবি মুক্তি দিয়েছেন আবার অনেকে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। যা ব্যবসার জন্য ভালো অভিজ্ঞতা নয়।
এদিকে রাজনৈতিক অবস্থা ক্রমশ অধিক সংঘাতের দিকে যাচ্ছে- নতুন ছবি মুক্তি দেয়ার মতো অনুকূল পরিস্থিতি কথন তৈরি হবে তাও বলা যা্ছে না।
এই বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা উৎকন্টায় রয়েছেন।