
ছাড়পত্র পেল ‘মনের মধ্যে লেখা’

তিনি বলেন, ‘ছবিটি রোমান্টিক অ্যাকশন ঘরানার। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো সাগর ও সুপার হিরোইন শম্পা। তাঁরা যথেষ্ট চেষ্টা করেছেন চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। আশা করছি সেন্সর বোর্ড কর্তৃপক্ষের মতো দর্শকরাও আমার ছবিটি দেখে আনন্দিত হবেন।’
মনের মধ্যে লেখা ছবিটির সংগীত পরিচালনা করেছেন জে কে। দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলে ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মেরিনা মুভিজ।
সূত্র: কালের কন্ঠ