‘ছুটির ঘণ্টা’ নির্মাতা ফিরছেন
‘অশিক্ষিত’, ‘ছুটির ঘণ্টা’, ‘মাটির ঘর’, ‘মহানগর‘, ‘সাম্পানওয়ালা’ ও ‘জনতা এক্সপ্রেস’র মতো কালজয়ী ৫৩টি সিনেমার পরিচালক আজিজুর রহমান। অনেকদিন তিনি নেই রূপালি পর্দায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা ফিরছেন সিনেমা পরিচালনায়। ছবির নাম ‘মাটি’।
ব্লু-জিনজার মাল্টিমিডিয়া প্রযোজিত পরিবেশিত এ ছবির গল্প গড়ে উঠেছে যুদ্ধোত্তর বাংলাদেশ ও একজন যুদ্ধশিশুকে কেন্দ্র করে। শুটিং হবে বাংলাদেশ ও কানাডায়। ছবির কাহিনী লিখেছেন রাজু আহম্মেদ। চিত্রগ্রহণে থাকছেন জেড এইচ মিন্টু। অভিনয়শিল্পীরা হলেন ববিতা, জায়েদ খান, পিয়া বিপাশা, আহমেদ শরীফ প্রমুখ।
নতুন সিনেমা প্রসঙ্গে আজিজুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রথম কাজ ‘মাটি’। আমি নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধকে তুলে আনার চেষ্টা করবো। এপ্রিলে কানাডায় এ ছবির শুটিং শুরু হবে।”