জাজে আবার জহির বাবু, আব্দুল আজিজের সত্য কাহিনিতে ‘জিন’
# জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমার নাম ‘জিন’
# অতিপ্রাকৃত সত্য কাহিনিটির লেখক আব্দুল আজিজ। চিত্রনাট্য করবেন আবদুল্লাহ জহির বাবু
# অভিনয় করবেন পূজা ও রোশান
শুরু থেকে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও গত দুই বছরে এ প্রতিষ্ঠানের সিনেমায় দেখা যায়নি আবদুল্লাহ জহির বাবুর নাম। আবারও সেই প্রতিষ্ঠানের জন্য গল্প লিখছেন বাংলাদেশের সর্বাধিক নকল সিনেমার এ কাহিনিকার। তাও আবার সত্য কাহিনি অবলম্বনে!
নতুন এ ছবির নাম ‘জিন’। যার প্রথম পোস্টার প্রকাশ হলো বুধবার দুপুরে। দারুণ পোস্টারে নজর কেড়েছে সবার।
প্রযোজক ও ছবিটির কাস্টিং ডিরেক্টর আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘পূজা এতে অভিনয় করবেন মূল চরিত্রে। সঙ্গে থাকছেন রোশান। গল্পটা আমারই, তবে চিত্রনাট্য তৈরি করছেন আব্দুল্লাহ্ জহির বাবু।’
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাকে ভৌতিক সিনেমাও বলা যেতে পারে। ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি হবে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি।’
তিনি জানান, ‘জিন’-এ পূজা-রোশান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। তবে সেটি ও এর পরিচালকের নাম পরে ঘোষণা করবো আমরা।
আরো শোনা যাচ্ছে, ছবিটি নির্মাণ করবেন অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী।