টিজারে ঢাকার প্রথম থ্রিডি ছবি, মুক্তি ১৯ মার্চ
বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’। শুটিং শেষ হয়েছে গেল বছরের শুরুতেই। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ।
সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান। মুক্তির ঘোষণার পাশাপাশি ২১ ফেব্রুয়ারি প্রকাশ করেছেন ‘অলাতচক্র’র টিজার।
ফেসবুক নির্মাতা লেখেন, “শুভমুক্তি ১৯ মার্চ,২০২১। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে -মুক্তি যুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র অলাতচক্র (3D) । ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”
উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল।
১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।