Select Page

ট্রেলারে ‘মেয়েটি এখন কোথায় যাবে’

ট্রেলারে ‘মেয়েটি এখন কোথায় যাবে’

ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘মেয়েটি এখন কোথায় যাবে’ অবলম্বনে একই নামের সিনেমা নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার রাতে।

ছবিটির সংলাপ রচনাও করেছেন ইমদাদুল হক মিলন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ জলি

‘মেয়েটি এখন কোথায় যাবে’তে দেখা যাবে জলিকে পছন্দ করেন শাহরিয়াজ। কিন্তু জলি সাড়া দেন না। শাহরিয়াজও তার পিছু ছাড়েন না। পাগল প্রেমিকের একটাই কথা, ‘তোমার যেদিন আমাকে ভালবাসতে ইচ্ছে হবে সেদিন ভালবেসো।’ একটা সময় সাড়া মিললেও তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।

ট্রেলারে সে গল্পের ছাপ পাওয়া গেল। আভাস দেওয়ার অন্যরকম গল্প সমৃদ্ধ একটি সিনেমার। বিশেষ করে জলির ঝলসে উঠার সম্ভাবনাকে জানান দিচ্ছে।

অক্টোবরে বরিশালের ভোলাতে ‘মেয়েটি এখন কোথায় যাবে’র দৃশ্যায়ন শুরু হয়। এরপর ঢাকার আশপাশের কয়েকটি লোকেশনে বাকি চিত্রায়ন হয়। মাঝে শোনা গিয়েছিল ২০১৬ সালের বিজয় দিবসে মুক্তি পাবে সিনেমাটি। পরে পিছিয়ে আসলেও নতুন দিনক্ষণ জানানো হয়নি।

‘মেয়েটি এখন কোথায় যাবে’তে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, ফজলুর রাহমান বাবু ও কাজী শিলা। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।


Leave a reply