ডাবিং শিল্পীর সঙ্গে বাপ্পীর দ্বন্দ্ব
সম্প্রতি ডাবিং শিল্পী ইভান সাইরের সঙ্গে ঝগড়ায় জড়ালেন নায়ক বাপ্পী। এ নায়কের অভিযোগ তার ডাবিং না করার কথা বলে বেড়াচ্ছেন ইভান।
সর্বশেষ বাপ্পি অভিনীত অনন্য মামুনের ছবি ‘আমি তোমার হতে চাই’ সেন্সর পেয়েছে। এ ছবিতেও তার কণ্ঠের ডাবিং করেছেন ইভান। বাপ্পীর অভিযোগ, ইভান নাকি তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, বাপ্পী সিনেমায় সংলাপ বলতে পারে না। তার জন্য ডাবিং করতে হয়।
এজন্য তিনি ইভানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দেন। ঠিক এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইভানও একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বাপ্পীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘সুইটহার্ট-এর পর থেকে আপনার জন্য দেয়া প্রতিটি ছবির সম্মানিত পরিচালকবৃন্দ আমাকে খুঁজে নিয়েছেন এবং মোটামুটি ভালো অংকের টাকা দিয়ে ডাবিং করিয়েছেন। যদি আপনি এই কথা প্রমাণ না করতে পারেন, তাহলে আপনার লজ্জিত হওয়া উচিত। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেন? আপনার তো এ ব্যাপারটা পরিচালক কিংবা প্রযোজকের সঙ্গে সুরাহা করার কথা! আপনার উপর তাদের এতটুকু আস্থা নেই? আমি তোমার হতে চাই ছবিটি কতদিন ধরে ডাবিং দিয়েছি জানেন? ওয়ানওয়ে কতদিন পরে মুক্তি পেয়েছে জানেন? আর সব ছবিও কতদিন ধরে পড়ে আছে জানেন? ওহ, জানার তো কথাই! আপনিই তো নায়ক! অথচ আপনি বলে দিলেন পরিচালকরা তাড়াহুড়ার জন্য ডাবিং করিয়েছেন। আর হ্যাঁ, আমিও অপেক্ষায় রইলাম আমি তোমার হতে চাই কার কণ্ঠে মুক্তি পায় সেটা দেখার জন্য। আপনার অভিনীত যে কোনো ছবির যে কোনো দৃশ্যের অভিনয় এবং কণ্ঠদান নিয়ে যে কোনো সংখ্যক মানুষের সামনে আপনার চেয়ে ভালো করব। এটা আপনাকে দেয়া আমার চ্যালেঞ্জ! তবে এরপর থেকে আপনার কণ্ঠ দিতে আমার স্রেফ ঘেন্না লাগবে।’
পরে বাপ্পী একটি সংবাদমাধ্যমকে জানান, অনন্য মামুনসহ কয়েকজন পরিচালককে ইভান এসব কথা বলেছেন। আরো জানান, ‘সুইটহার্ট’, ‘ওয়ান ওয়ে’র প্রযোজকের কাছে টাকা পাবেন বিধায় ডাবিং করেননি। এর জন্য তিনি শিল্পী সমিতি অভিযোগ করলে তারা বাপ্পীর অনুমতি ছাড়া কাউকে ডাবিং না করার জন্য বলে।
তবে তিনি আরো জানান, পুরো বিষয়টির মিটমাট করে নেবেন।