Select Page

ঢাকার সিনেমা শিল্পকে ‘নির্লজ্জ’ উল্লেখ করে ‘ঢাকা সাগা’ স্থগিত

ঢাকার সিনেমা শিল্পকে ‘নির্লজ্জ’ উল্লেখ করে ‘ঢাকা সাগা’ স্থগিত

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘নিল্জ্জ’ উল্লেখ করে ‘ঢাকা সাগা’ নামের ঘোষিত সিনেমা স্থগিত করলেন আব্দুল্লাহ আল ফাহিম। জার্মানিভিত্তিক এ নির্মাতা জানালেন আর কখনো এখানে কাজ করবেন না। তিনি বলেন, এই দেশে একটা সিনেমা বানানো মানে শত্রুতা ঘোষণা করা।

সম্প্রতি গ্যাংস্টার থ্রিলারের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন আব্দুল্লাহ আল ফাহিম। গতকাল তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই নির্লজ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পার্ট হতে চাচ্ছি না। এমনকি বাংলাদেশের চলচ্চিত্র ও তার স্বার্থে আমি কোন দিন কাজ করতে চাই না। আমার স্বপ্ন মিটে গেছে। এই দেশে একটা সিনেমা বানানো মানে শত্রুতা ঘোষণা করা। এই কাদা ছোড়াছুড়ি মাঝে আমি নিজেকে রাখতে চাচ্ছি না।’

ফাহিম আরো বলেন, “আমি নির্মাতা হিসাবে ‘ঢাকা সাগা’ নামের একটি সিনেমা ঘোষণা দিয়েছিলাম, কিছুক্ষণ আগ পর্যন্ত আমি যুদ্ধ করে যাচ্ছিলাম এই সিনেমাটা নির্মাণ করবার জন্য কিন্তু এখন আমি আর চাচ্ছি না। সিনেমা বা নির্মাণ মোটেও আমার রুটি-রুজি নয় যে আমি বাধ্য করতে বরং এখানে আরো সম্মান হারিয়েছি। কত নোংরা ও উচ্ছৃঙ্খল মানুষের ভাবনা এখানে। দয়া করে চলচ্চিত্র ও নাট্যকেন্দ্রিক অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমার পোস্টটি দেখলে দয়া করে আমাকে আনফ্রেন্ড করে দিবেন।’

বিডি নিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্প্রতি সিনেমার পোস্টার প্রকাশ করে ফাহিম বলেছেন, ঢাকার আশি-নব্বই দশকের গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের মানুষদের কাজ করবার নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে।

সংবাদমাধ্যমটিকে ফাহিম বলেছেন, “১৯৮২ সাল থেকে ১৯৯২ পর্যন্ত ঢাকায় বিভিন্ন গ্যাংস্টারের আধিপত্য ছিল। তারা কীভাবে তাদের গ্যাং চালাত, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধ জগতে তাদের চলাফেরা এবং পতন সবই উঠে আসবে আমার ‘ঢাকা সাগা’ সিনেমায়।“

তেমন কোনো তারকা শিল্পীকে সিনেমার জন্য বাছাই করার পক্ষে নন উল্লেখ করে তিনি বলেন, “গ্যাংস্টার চরিত্র যারা ভালো তুলে ধরতে পারবেন এমন শিল্পী বাছাই করা হবে। তবে আশীষ খন্দকার কাজ করবেন, তার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। এখনো সব অভিনয়শিল্পী নির্বাচন করা হয়নি।“

চলতি মাসেই ‘ঢাকা সাগা’র চিত্রায়ন শুরুর কথা ছিল। তখন ফাহিম বলেছিলেন, “ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে, বেশিরভাগ শুটিংই রাতে।এই সিনেমার প্রযোজক বিদেশি, কথা চলছে, চূড়ান্ত হলে নাম ঘোষণা করা হবে।”

এর আগে জার্মানির অভিনয়শিল্পী, কলাকুশলী নিয়ে ফাহিম সিনেমা নির্মাণ করেছিলেন।


Leave a reply