ঢাকা-কলকাতায় একইদিনে ‘তুফান’ মুক্তি না দেয়ার পরামর্শ
‘প্রিয়তমা’র পর শাকিব খানের আরেকটি তুমুল হাইপ তোলা ছবি রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। ঢাকার আলফা-আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ। স্বভাবতই ধারণা করা যায়, ঈদুল আজহা উপলক্ষে দুই দেশে একই শিডিউলে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু অনেকেই কলকাতার সিনেমার পরিস্থিতি বিবেচনা করে, এর ব্যতিক্রম ঘটানোর পরামর্শ দিচ্ছেন। এর পেছনে যুক্তসঙ্গত কারণও রয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘মির্জা’র উদাহরণ টেনে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে রুটস সিনে ক্লাবের ফেসবুক পেজে। সেখানে বলা হয়, কলকাতার কমার্শিয়াল বাংলা সিনেমার দর্শক ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিলো ‘মির্জা’ দিয়ে। কিন্তু সাড়ে ৪ কোটি রুপিতে নির্মিত চলচ্চিত্রটির বক্স-অফিস আয় মাত্র ১ কোটি ২২ লাখ রুপি। এ ভরাডুবির কারণ হলো পাইরেসি।
যেখানে আরো বলা হয়, “দেব, জিত সাথে মিঠুন, প্রসেনজিৎ গুলিয়ে দিলেও ১ কোটি রুপি বক্স-অফিস আয় করতে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের হালুয়া টাইট হয়ে যায়! তাই তেতো বাস্তবতা হচ্ছে— ‘তুফান’ ১৭ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পেলে ১ কোটি রুপির বেশি বক্স-অফিস আয় করার সম্ভবনা প্রবল প্রবল ক্ষীণ! বলা চলে অসম্ভব। এমনিতেই ‘তুফান’ চলচ্চিত্রের পেছনে ত্রিমুখী চক্র কার্যকর আছে; এই চক্র যেকোনোভাবে ঈদে ‘তুফান’ আটকে দিতে চায়! এই চক্রকে অতিক্রম করা গেলেও মাত্র ১ কোটি রুপি আয়ের লোভে ১৭ জুন পশ্চিমবঙ্গে ‘তুফান’ মুক্তি দেয়া যে আত্মঘাতী সিদ্ধান্ত হবে না; তা প্রযোজক তিন সংস্থা কি নিশ্চিত বলতে পারবে?”
গত বছর ‘প্রিয়তমা’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে পাইরেসির শিকার হয় ‘সুড়ঙ্গ’। এ বিষয়ে বলা হচ্ছে, গতবছর ৩ সপ্তাহ পার হতেই ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসি হয়! এ কারণে গড় হিসাবে প্রযোজকদের প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে; আমাদের ২২ আসনের রুটস্ সিনেক্লাবেরই ক্ষতি হয়েছে দেড় লাখ!
এদিকে পশ্চিমবঙ্গে শাকিব খানের জনপ্রিয়তা বরাবরই প্রশ্নসাপেক্ষ। যৌথ প্রযোজনায় তাকে নিয়ে নির্মিত সিনেমাগুলোর টার্গেট ছিল মূলত বাংলাদেশ। কলকাতার বক্স অফিসে রিপোর্টে ওই সিনেমাগুলোর আয়ও উল্লেখযোগ্য নয়। কিন্তু শাকিবের বাংলাদেশি দর্শকদের লক্ষ্য করে বরাবরই কূটনৈতিক কায়দায় এই নায়কের সঙ্গে আছেন ভারতীয় অঞ্চলটির কিছু প্রযোজক, অভিনেতা ও সাম্প্রতিক কালের ইউটিউবরা।
রুটসের আরেক পোস্টে বলা হয়, “ফেসবুক এবং ইউটিউবে কিছু গাড়লকে দেখছি, যারা তুফানের প্যান ইন্ডিয়া মুক্তি চায়; ডাবিং করেও চায়, বাংলাও চায়, হিন্দিও চায়, ডগিতেও চায়, মিশনারীতেও চায়! একটানা ১০ বছর কলকাতা থাকার অভিজ্ঞতা থেকে বুঝি, আপনি বাংলাদেশ থেকে ‘বাহুবলী’ বানিয়ে পাঠালেও এরা সিনেমা হলে আসবে না; এমনকি পশ্চিমবঙ্গে বাংলা ‘পুস্পা-টু’ না দেখে এরা হিন্দিতেই দেখবে!! ভারতে শাকিব খানের যত ভক্ত, সব হচ্ছে পাইরেসি ভক্ত, টিকিট কেটে সিনেমা হলে আসার ভক্ত নয়!”
অবশ্য বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তির বিষয়টি প্রচারে রাখা হলেও এসভিএফের প্রচারণায় তেমনটা নেই। এছাড়া জানা গেছে, ঈদের মাত্র তিনদিন আগে কলকাতায় মুক্তি পাচ্ছে এ প্রতিষ্ঠানের আরেক ছবি ‘ অথৈ’।
উল্লেখ যে, এরই মধ্যে কলকাতায় সম্পন্ন হয়েছে ‘তুফান’-এর শুটিং। ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী প্রমুখ।