Select Page

আদিম/ শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দিচ্ছেন যুবরাজ শামীম

আদিম/ শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দিচ্ছেন যুবরাজ শামীম

আলোচিত ‘আদিম’ ছবিটি নির্মাণের সময় আর্থিক সংকটে পড়েন পরিচালক যুবরাজ শামীম । ২০১৭ সালের দিকে ফেসবুকে ঘোষণা দিয়ে পাঁচ হাজার টাকা করে ছবিটির শেয়ার বিক্রি করেছিলেন তিনি। দেশ-বিদেশের অনেকেই শেয়ার কিনেছিলেন তখন। দেড় শতাধিক শেয়ার বিক্রি হয়েছিল।

২০২৩ সালের ২৬ মে বাংলাদেশের হলে মুক্তি পায় ছবিটি। এরপর ওটিটি প্ল্যাটফরম চরকিতেও মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহ ও চরকি থেকে টাকাও পেয়েছেন নির্মাতা। এরপর তিনি ঠিক করেন শেয়ারহোল্ডারদের টাকা পরিশোধ করে দেবেন।

এ বিষয়ে যুবরাজ শামীম বলেন, “আমি ২০১৭ সালের সেপ্টেম্বরের ২৮ তারিখ টঙ্গীর ব্যাংকমাঠে ১৫শ টাকায় একটা রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করি এবং ফেসবুকে ঘোষণা দেই এই বস্তির মানুষজন নিয়ে ‘আদিম’ নামে একটা ছবি বানাবো। ছবির শেয়ার বিক্রি হচ্ছে, ছবির প্রতি ইউনিট শেয়ার ৫০০০ টাকা। এই ঘোষণার পর পরিচিত, অপরিচিত, দেশ, দেশের বাইরে থেকে অনেকেই আদিমের শেয়ার নিয়েছেন। প্রায় দেড় শতাধিক শেয়ার বিক্রি হয় তখন। একটা শেয়ার বিক্রি হয়, একদিন শুটিং করি, আবার শুটিং বন্ধ, আবার শেয়ার বিক্রির অপেক্ষা! সে আরেক গল্প।

এখন পেছনে ফিরে তাকালে আমি বিস্মিত হই! কি যাদুমন্ত্রের বলে আমার প্রতি মানুষের তখন এই আস্থা জন্মেছিল! টাকা ফেরত পাবে এই ভাবনা কারো ভেতরেই ছিলোনা, কেউ কখনও জিজ্ঞেসও করেনি ছবি নির্মাণ কতদূর! নানান চড়াই উৎরাই পেড়িয়ে শেষমেশ ছবিটা শেষ হয়, এরপরের সাফল্যের গল্প আপনারা কেউ কেউ হয়তো জেনেছেন।

চরকি ও সিনেমা থিয়েটার থেকে যে টাকা উঠেছে তাতে আমাদের ছবি এ্যাভারেজ হিট! এরপর আমি কমিটমেন্ট অনুযায়ী আমার ব্যক্তিগত ঋণ এবং শেয়ার হোল্ডারদের টাকা পরিশোধ করবার চিন্তা করি। সে চিন্তা থেকেই শেয়ার হোল্ডারদের সঙ্গে আমি দেখা করতে শুরু করি।

সকলেই ভীষণ আপ্লূত হয়েছেন। অনেকেই শেয়ারের টাকা ফেরত না নিয়ে আমার পরের ছবিতে লগ্নি করার কথা জানিয়েছেন। এবং কী আশ্চর্য!  প্রায় সকলেই একটা কথা বলেছেন _ তুমি সফল হয়েছো/তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এই আমার বড় পাওয়া। তবে এর ব্যতিক্রম ঘটনাও ঘটেছে, ভীষণ মন খারাপ হয়েছে আমার। কিন্তু ভালোবাসার তুমুল স্রোতে মন খারাপ বেশিক্ষণ টিকে থাকেনি।

আমি ইতোমধ্যে ৬২ টি শেয়ার মূল্য পরিশোধ করেছি। পর্যায়ক্রমে বাকি শেয়ার হোল্ডারদের সঙ্গেও যোগাযোগ করবো শীগ্রই, একসঙ্গে বসে এক কাপ চা খাবো…. আদিম’এর জার্নিতে নানান মানুষ নানানভাবে জড়িয়ে আছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।”


মন্তব্য করুন