Select Page

ঢাকা-কলকাতার ৩ প্রতিষ্ঠানের ব্যানারে রেদওয়ান রনির ‘দম’

ঢাকা-কলকাতার ৩ প্রতিষ্ঠানের ব্যানারে রেদওয়ান রনির ‘দম’

দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই এবং এসভিএফ ফিল্মস একত্রে দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। তিন প্রতিষ্ঠানেরই লক্ষ্য, বিশ্বের ৩০ কোটি বাংলাভাষীর চাহিদা পূরণ করা।

৯ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ১১ ডিসেম্বর আসবে আরেকটি ছবির ঘোষণা। প্রথমে ঘোষিত ‘দম’ নির্মাণ করছেন রেদওয়ান রনি আর মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

এদিন আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের বাংলার বাজারটাকে বড় করতে হবে। যেটা কোলাবরেশন ছাড়া সম্ভব নয়। গোটা বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালি আমরা। আমাদের এক এক প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান বা কনটেন্ট হয়তো আলাদা, কিন্তু প্রত্যেকের লক্ষ্য একটাই। সেটি হলো বাংলা কনটেন্ট গোটাবিশ্বে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই আমাদের যৌথ শুরু।’

ছবিটির নায়িকা ও বাজেট প্রসঙ্গে প্রশ্ন তুলতেই এসভিএফ-এর চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মাহেন্দ্র সনি বলে, ‘বাজের এখানে ফ্যাক্টর না। বাজেট নিয়ে আমাদের কোনও লিমিট নেই। আমরা আসলে কাজটি একসঙ্গে করতে চাই।’

সনি নিজের ইতিহাস টেনে বলেন, ‘‘শাহরিয়ার ভাইয়ের সঙ্গে আমার লম্বা সময়ের পরিচয় না। বাট আমরা যেটুকু সময় পরিচিত, সেটা বেশ অর্থবহ। মনে পড়ে, ২৮ বছর আগে আমি আমার ভাই শ্রীকান্তসহ এই প্রতিষ্ঠান শুরু করি। ৯৬ সালে আমাদের প্রথম ছবি ছিলো ‘ভাই আমার ভাই’। যেটাতে অভিনয় করেছিলেন এখানকার নায়িকা রোজিনা ম্যাম। তারমানে আমরা শুরুটাই করি বাংলাদেশ দিয়ে। এরপর ৯৮ সালে দুটো যৌথ প্রযোজনার ছবি করি। যার ডিরেক্টর ছিলেন এখানকার দেলোয়ার জাহান ঝন্টু। এরপর ফেরদৌস ভাইকে নিয়েও আমরা কাজ করেছি। মানে অনেক দিন ধরেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক। এবার ‘দম’ দিয়ে সেই সম্পর্ক আরও পোক্ত হলো। আমাদের এই যৌথ প্রজেক্ট ক্রমশ বাড়বে বলেই আমার বিশ্বাস।’’ 

শুধু ‘দম’ নয়, ১১ ডিসেম্বর এই ত্রয়ী আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিতে যাচ্ছেন একই ভেন্যুতে। যেটি নির্মাণ করছেন সময়ের সফল নির্মাতা রায়হান রাফী। আর তাতে অভিনয় করার কথা রয়েছে শাকিব খানের। যদিও সেটির সত্যতা মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পর। তবে চরকির সিইও রেদওয়ান রনি এটুকু নিশ্চিত করেছেন, তার নির্মাণে ‘দম’ মুক্তি পাবে ২০২৫ সালের শুরুতে। আর রাফী-শাকিবের ছবিটি মুক্তি পাবে আগেই, ২০২৪ সালে।

নির্মাতা নিজের ছবির নাম টেনে জানান, ‘‘এই যৌথ উদ্যোগের জন্য একটা ‘দম’ দরকার ছিলো। সেজন্যই ‘দম’ দিয়ে আমাদের যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া।’’ জানালেন নির্মাণ থেকে নিজের লম্বা বিরতির কারণটাও। 
  
তার ভাষায়, ‘‘একটা সময় সিনেমা বানানোর প্ল্যাটফর্ম ছিলো না। কিন্তু নাটকটা আরাম করে বানানো যেতো। তখন আমরা নাটক বানিয়েছি। সিনেমাটাও শুরু করেছি সাহস করে। কিন্তু এরপর এমন একটা সময় এলো, যখন নাটক-সিনেমা কিছুই বানানোর প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। সত্যি বলতে এই অভাব কিংবা ক্ষোভ থেকেই আড়াই বছর আগে ‘চরকি’র জন্ম। আমরা খুব ভয়ে ভয়ে ছোট পরিসরে শুরু করি। সেটি দাঁড়া করানোর জন্যই আসলে আমার নির্মাণে দেরি হয়ে যায়।  চরকি এখন নিজের জোরেই ঘুরছে, তাই মনে হলো এখন সিনেমা বানানো সম্ভব, এবং সেটা বড় পরিসরে। এজন্যই এই কোলাবরেশন।’’

বামে তিন প্রযোজক, ডানে চঞ্চল চৌধুরী ও যারেফ হোসেনতিন কর্তার ফাঁকে মঞ্চে এলেন ‘দম’ নায়ক চঞ্চল চৌধুরী। বললেন, ‘‘রেদওয়ান রনি যখন নির্মাণ থেকে দূরে সরে গেলো, তখন দেখা হলেই বলতাম, ‘কবে আসবি, কবে আসবি, আয় না।’ মানে নির্মাণে ফেরার জন্য চাপ দিতাম। শেষপর্যন্ত ও যখন ফিরলো তখন আমাকেই অফারটা দিলো। ফলে এর গল্প, নাম, পরিচয় না জেনেই আমি সম্মতি না দিয়ে পারিনি। বিশ্বাস করবেন কি না, গল্পের রেশ জানলেও ছবিটির নাম জানতে পেরেছি অনুষ্ঠানে এসে! আশা করছি এই ছবি আর যৌথ উদ্যোগ, নতুন বার্তা দেবে বিশ্ব-বাংলায়।’’  

দম’ ছবির চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি নিজেই। ‘তকদীর’ খ্যাত শাওকী বলেন, রনি ভাই এই গল্পটা যখন আমাকে শোনান তখন তাকে জানাই তিনি সিনেমাটি না করলে এই গল্প আমি সিনেমা বানাতে চাই। ফাইনালি তিনি কাজটি করতে যাচ্ছেন। গল্পের কাজ চলছে।

হোটেল সোনারগাঁওয়ের এ আয়োজন সঞ্চালনা করেন মৌসুমী মৌ। অতিথি হিসেবে হাজির ছিলেন নির্মাতা-অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা আদনান আল রাজীব ও রায়হান রাফী, সঞ্চালক-অভিনেত্রী মাসুমা নাবিলা, চরকির ইনভেস্টর, প্রেসিডেন্ট এন্ড হেড অব স্ট্র্যাটেজি যারেফ হোসেন প্রমুখ।

রেদওয়ান রনি এর আগে ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) নামের ছবি দুটি নির্মাণ করে প্রশংসা ও স্বীকৃতি কুড়ান যথেষ্ট। মাঝে ৭ বছরের বিরতি শেষে ‘দম’ নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা। খবর বাংলা ট্রিবিউন ও চ্যানেল আই অনলাইন।


মন্তব্য করুন