ঢাকার মঞ্চে নাসিরউদ্দিন শাহ
উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ ঢাকায় আসছেন। চলচ্চিত্র অভিনয়ে বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করা এই অভিনেতা নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করেন। ইতিমধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ারসহ আন্তর্জাতিক নানা পুরস্কার। ভূষিত হয়েছেন ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণে। এবার ঢাকার মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা। নাটকের নাম ‘ইসমাত আপাকে নাম’।
সিটি ব্যাংক নিবেদিত এই নাটকটি আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মঞ্চস্থ হবে। সম্প্রতি নাটকটির টিকিট বিক্রি শুরু করেছে আয়োজক ব্লুজ কমিউনিকেশনস। সিটি ব্যাংকের গুলশান, বনানী, ধানমন্ডি, ভিআইপি রোড (পল্টন) এবং নিউমার্কেট শাখায় নাটকের টিকিট পাওয়া যাচ্ছে।
সিটি ব্যাংকের নির্দিষ্ট শাখা ব্যতীত বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের লখনৌ রেস্তোরাঁ, গুলশানের বিস্ত্রো ই রেস্তোরাঁ, যমুনা ফিউচার পার্কের তাবাক কফিতে পাওয়া যাবে টিকিট। টিকিটের দাম ভ্যাটসহ গ্র্যান্ড সার্কেল ২ হাজার ৮৭৫ টাকা, ড্রেস সার্কেলের দাম ১ হাজার ৭২৫ এবং গ্যালারির টিকিটের দাম ১ হাজার ১৫০ টাকা।
ইসমাত আপাকে নাম নাসিরউদ্দিন শাহ নির্দেশিত ও অভিনীত এক অনন্য সৃষ্টি। মূলত বিখ্যাত উর্দু সাহিত্যিক ইসমত চুঘতাই তিনটি গল্প ‘চুই মুই’, ‘ঘরওয়ালি’ এবং ‘মুঘল বাচ্চা’ অবলম্বনে নাসিরউদ্দিন শাহ এই নাটকটি রচনা করেছেন। নাটকটিতে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ।