তাকদীরের তেলুগু রিমেক ‘দয়া’
ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য ‘তাকদীর’ নির্মাণ করেছিলেন সৈয়দ আহমেদ শাওকী। ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হয় ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এর মাধ্যমে ওয়েবে বাংলাদেশি নির্মাতাদের কাজ নতুন করে আলোচনায় আসে।
চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, পার্থ বড়ুয়া, সোহেল মণ্ডল অভিনীত সিরিজটির তেলেগু রিমেক হচ্ছে।
গত ৪ জুন ডিজনি প্লাস হটস্টার নতুন সিরিজের পোস্টার উন্মুক্ত করলে হৈচৈ পড়ে যায়। কারণ এর অনেকাংশ মিল পাওয়া যায় ‘তাকদীর’ পোস্টারের সঙ্গে। যার ক্যাপশনে লেখা, ‘এক মুহূর্তেই তার ভাগ্য বদলে যায়। দয়া কি পারবে সেই পথ খুঁজে দিতে?’
পরে অফিসিয়াল টুইটারে রিমেকের বিষয়টি শেয়ার করে মূল সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও ডিজনি প্লাস হটস্টার তেলুগু।
‘দয়া’ নামে তেলেগু সংস্করণটি পরিচালনা করছেন ‘সেনাপতি’খ্যাত নির্মাতা পবন সাদিনেনি। এতে ভারতীয় অভিনেতা জে ডি চক্রবর্তীকে দেখা যাবে শববাহী অ্যাম্বুলেন্স চালকের ভূমিকায়। ক্রাইম থ্রিলার ‘তাকদীর’ সিরিজে এই চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, যিনি একটি হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন। নিজের ফ্রিজার ভ্যানে তিনি পান একটি রহস্যময় মরদেহ।
এর আগে হিন্দিতে রিলিজ হয় ‘তাকদীর’-এর ডাব ভার্সন। জিও সিনেমা নামের স্ট্রিমিং প্লাটফর্মে এটি প্রচার হয়।