তিনদিনের শোক চলচ্চিত্রাঙ্গনে, একদিন বন্ধ থাকবে মধুমিতা হল
নায়করাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা তার মতো মহানায়কের প্রস্থানে ব্যথিত। তিনি শুধু নায়কই ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক। এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য। তাই আমরা আগামী তিনদিন সকল প্রকার শুটিং থেকে নিজেদের বিরত রাখব।’
এ কিংবদন্তির মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন স্থরের প্রধান ব্যক্তিরা শোক জানিয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
এদিকে রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মতিঝিলের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা মঙ্গলবার বন্ধ রাখা হবে।
মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এ কথা জানান। তিনি প্রথম আলোকে জানান, মঙ্গলবার হল বন্ধ রাখার পাশাপাশি মধুমিতা মুভিজের ব্যানারে নির্মিত রাজ্জাক-শাবানা অভিনীত ‘আগুন’ ছবিটি প্রদর্শন করা হবে। এটি মধুমিতা মুভিজের অন্যতম হিট ছবি। মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালে। এর আগে ছবিটি কোনো চ্যানেল প্রদর্শন করেনি, কিংবা সিডি আকারে প্রকাশ পায়নি। ছবিটি পরিচালনা করেছেন মহসিন। যিনি ‘বাদী থেকে গোলাম’ ছবিটি পরিচালনা করেছেন।