Select Page

তিন শিল্পীর এক অ্যালবাম

তিন শিল্পীর এক অ্যালবাম

পয়লা বৈশাখে সংগীতার ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে গানের অ্যালবাম ‘আনন্দের গান-৪’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বিউটি, সালমা ও ঐশী। তারেক আনন্দের কথায় গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।

তিনটি লোকগান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলোর শিরোনাম হলো ‘প্রেমসাধনা’, ‘সুখের বাত্তি’ ও ‘জীবনচাকা’।

‘প্রেমসাধনা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিউটি। এ বিষয়ে তিনি বলেন, “প্রেম সাধনা গানের প্রথম লাইনগুলো হলো, ‘শূন্য মনে প্রেমখানা ওড়াউড়ি করে, শুদ্ধ মনেতেই প্রেম বসত গড়ে, জগৎ সংসারের প্রেম কতনা বিচিত্র, খাঁটি প্রেম পাইতে হইলে, খাঁটি মানুষ হইতে হয়’। গানের কথা চমৎকার। সজীব দাস দাদা সুরও করেছেন চমৎকার । শ্রোতারা আমার কণ্ঠে যে ঢঙের গান শুনতে চান, ঠিক সে রকমই হয়েছে গানটি। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।”

সালমা বলেন, “আমি ‘সুখের বাত্তি’ গানটিতে কণ্ঠ দিয়েছি। অনেক ভালো লেগেছে। শ্রোতাদের গানটি শুনে মন ভরবে।”

ঐশী বলেন, “আমার ‘জীবনচাকা’ গানটিতে কণ্ঠ দিয়ে দারুণ লেগেছে। গানটির প্রথম লাইনগুলো হলো, ‘আলোতে কষ্ট আন্ধারেও কষ্ট, কষ্ট পরান সহে না, দিনশেষে কষ্ট বাড়ে বন্ধু তোর যন্ত্রণায়, শূন্যের ওপর দাঁড়াইয়াছি, জীবন চাকা ঘোরে না…’। গানটির কথা, সুর ও সংগীত এককথায় অসাধারণ। আমি আমার সর্বত্র দিয়ে গানটি গেয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, ‘এই প্রথম তারেক আনন্দ ভাইয়ের জন্য ফোক গান করার সাহস করলাম। বিউটি, সালমা ও ঐশী—এই তিন শিল্পীর কণ্ঠেই বেশিরভাগ শোনা যায় ফোক গান। আমি চেষ্টা করেছি তাঁদের গায়কী তুলে আনতে। কতটা পেরেছি সেটা শ্রোতারাই ভালো বলতে পারবেন।’


Leave a reply