তিন সিনেমার জন্য শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তি সাইমন-মাহির
‘পোড়ামন’ দিয়ে তাদের জুটি বাঁধা। ছবিটি হিট হলেও ‘জান্নাত’ দিয়ে পর্দা ফিরতে ফিরতে অর্ধ দশক। মাঝে ‘গোলাপতলীর কাজল’ করলেও সেই ছবি এখন বিস্মৃত। শেষ হয়নি ‘আমার মা আমার বেহেশত’। আর মুক্তির অপেক্ষায় আছে ‘আনন্দ অশ্রু’।
সেই জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি এবার তিন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন শাপলা মিডিয়ার সঙ্গে। এ খবর সোমবারের।
সাইমন জানান, শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ এবং শামীম আহমেদ রনী পরিচালিত ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ ছবিগুলোতে তারা অভিনয় করবেন।
তিনি বলেন, শাপলা মিডিয়ার মত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করতে পারা সৌভাগ্যের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমাকে নিজের ছেলের মতো আদর করেন। সকলের কাছে দোয়া চাই যাতে আমরা ছবিগুলো সুন্দরভাবে করতে পারি।’
‘গ্যাংস্টার’ ছবিতে সাইমন-মাহির সঙ্গে থাকছেন শান্ত খান।
জানা গেছে, তিনটি ছবির মধ্যে শামীম আহমেদ রনীর ‘নরসুন্দরী’ ছবিটির শুটিং সবার আগে শুরু হবে।