‘দরজার ওপাশে’
দরজার ওপাশে নির্মাণাধীন চলচ্চিত্রের নাম। নতুন এ ছবিতে অভিনয় করছেন টিভি অভিনেতা শাহেদ । এরই মাঝে ছবির শুটিং শুরু হয়েছে। নির্মাণ করছেন এস এম শাকিল। প্রেম, বিরহ, হাসি, কান্নার গল্পের ছবি এটি। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো করে উপস্থাপন হবে।
ছবিটির গল্প এগিয়েছে মানসিকভাবে অসুস্থ আশরাফ টিটুকে কেন্দ্র করে। একসময় তার অদ্ভুত এক মানুষের সঙ্গে পরিচয় হয়। এই অদ্ভুত মানুষের চরিত্রে অভিনয় করছেন শাহেদ। ছবিটি প্রসঙ্গে শাহেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গল্পটি নিঃসন্দেহে আলাদা। আমার চরিত্রে বেশ মজা আছে। শাকিল টেকনিক্যালি উন্নত একজন পরিচালক। আশা করছি আমাদের একসঙ্গে কাজটি ভালোই হবে।’
ছবিতে শাহেদের সহশিল্পী হিসেবে আছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, মুনিরা মিঠু, তানিয়া প্রমুখ। পীযূষ বন্দ্যোপাধ্যায় গির্জার ফাদার চরিত্রে অভিনয় করছেন এবং মনিরা মিঠু অভিনয় করছেন পালক মায়ের চরিত্রে। বর্তমানে ঢাকার উত্তরায় ছবির দৃশ্যধারণ চলছে। হৃদয় সরকারের চিত্রগ্রহণে শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির নায়িকা তানিয়া। ‘দরজার ওপাশে’ ছবিতে গান রয়েছে মোট চারটি। এতে গান লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর, এহসান রাহি, মেহেদি হাসান। এহসান রাহির সুর ও সংগীতে এরই মধ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে আখিঁ আলমগীর এবং এহসান রাহি।