Select Page

দর্শকের চাপে নিউইয়র্কে বাড়ল ‘হাওয়া’র প্রদর্শনী

দর্শকের চাপে নিউইয়র্কে বাড়ল ‘হাওয়া’র প্রদর্শনী

উত্তর আমেরিকায়  ২ সেপ্টেম্বর রেকর্ড ১১৭টি হলে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। সপ্তাহ খানিক আগে ছাড়া হয় ছবির অগ্রিম টিকিট।  এবার জানা গেল, দর্শক চাপে নিউইয়র্কে বাড়াতে হয়েছে।  তাও দ্বিগুণ।

এ খবর দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্মাতা হিমেল আশরাফ।  মাল্টিপ্লেক্সের বড় হলগুলো পেয়েছে ‘হাওয়া’। এ খবরও দেন তিনি।

ফেসবুকে হিমেল আশরাফ লেখেন,  নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে প্রথমে হাওয়া সিনেমা দৈনিক শো ছিল ৪টি। টিকিটের চাপে পরে সেটা করছে ৬টি। এখন আরো বাড়িয়ে দৈনিক শো ৯টি।

আরো বলেন, সাধারণত হলিউড ও বলিউডের বাইরে সকল সিনেমার জন্য মাল্টিপ্লেক্সের ছোট হলগুলো বরাদ্দ থাকে। মজার ব্যাপার হচ্ছে হাওয়ার জন্য বিকেল ও স্বন্ধ্যায় ওদের সবচেয়ে বড় হলগুলো দিয়েছে, তার চেয়েও মজার এবং অবাক করার ব্যাপার হল সেই বড় হল গুলোর প্রায় সব শো হাউজফুল। ভাবা যায়!

শুক্র, শনিবারের ৮০ ভাগ টিকিট শেষ। রবি ও সোমবারের ৫০ ভাগ টিকিট শেষ। কানাডা এবং আমেরিকার অন্যান্য হলের সেলও খুবই ভালো, সবশেষে এ কথা যোগ করেন ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

চঞ্চল চৌধুরী,  নাজিফা তুষি ও শরিফকে রাজ অভিনীত ‘হাওয়া’ উত্তর আমেরিকায় পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো।


Leave a reply