Select Page

মস্কোয় আরো একটি পুরস্কার জিতল ‘আদিম’

মস্কোয় আরো একটি পুরস্কার জিতল ‘আদিম’

গতকাল শোনা গিয়েছিল, ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুটি অ্যাওয়ার্ড জিতেছে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’। এ খবর আগেই পেয়েছিলেন নির্মাতা। কিন্তু আরো চমক অপেক্ষা করছিল। যুবরাজকে অবাক করে দিয়ে পুরস্কার মঞ্চ থেকে জানানো হলো, বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ডও জিতেছে ছবিটি।

এ বিষয়ে নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘পুরো বিষয়টা অবিশ্বাস্য লাগছে। যখন আমার নাম ঘোষণা করা হয়, ইজ ইট রিয়েল বলে চিৎকার করে উঠেছিলাম। এখনো স্বাভাবিক হতে পারিনি। উৎসবের আয়োজক, বিচারক, সাংবাদিক সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকেন। পুরো বিষয়টি পরাবাস্তবের মতো মনে হচ্ছিল। ফিরতি ফ্লাইটের তাড়া থাকায় আয়োজকেরা অনেকটা জোর করেই আমাকে গাড়িতে উঠিয়ে দেন।’

‘আদিম’ যুবরাজ শামীমের প্রথম সিনেমা। চলতি বছরের মস্কো উৎসবে ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

২০১৭ সালের জুলাই থেকে সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করেন পরিচালক। সিনেমার অর্থায়নের জন্য ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেন। কিছু অর্থ জোগাড় হওয়ার পর ২০১৮ সালে শুরু হয় শুটিং। পাত্র-পাত্রীদের কেউই পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা।

পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছর বিভিন্ন উৎসবে ছবিটি পাঠাতে থাকেন পরিচালক। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল ‘আদিম’। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। গত আগস্টে মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ের সুখবর পান যুবরাজ। ৩০ আগস্ট মস্কোতে হয় ‘আদিম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। সেখানে প্রযোজক নুরুজ্জামানসহ অবস্থান করছেন যুবরাজ শামীম।


মন্তব্য করুন