Select Page

দর্শক না দেখলেও ঈদে কেন এত সিনেমা মুক্তি পায়?

দর্শক না দেখলেও ঈদে কেন এত সিনেমা মুক্তি পায়?

প্রেক্ষাগৃহ কমার সঙ্গে পাল্লা দিয়ে যেন ঈদে বাড়ছে সিনেমা মুক্তি ও মুক্তির ঘোষণা। এ বছর ডজন খানেক সিনেমার মুক্তি ঘোষণা এসেছে। সাম্প্রতিক বছরগুলোয় দেখা গেছে, হাতেগোনা এক বা দুটি ছাড়া কোনো ছবিই ব্যবসা করে না। তাহলে দর্শক দেখবে না জেনেও কেন নির্মাতা ঈদকে বেছে নিচ্ছেন?

এবারের ঈদুল ফিতরে ঘোষণায় থাকা ছবিগুলো হলো ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘ওমর, ‘দেয়ালের দেশ’, ‘লিপস্টিক’, ‘ডেড বডি’, ‘চক্কর’, ‘পুলসিরাত’, ‘মোনা: জ্বীন ২’, ‘আহারে জীবন’, ‘মায়া: দ্য লাস্ট লাভ’, ‘মেঘনা কন্যা’ ও ‘এশা মার্ডার’। অবশ্য ‘এষা মার্ডার’ টানটান টিজার প্রকাশ করে পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে, সিনেমাটির লক্ষ্য ঈদুল আজহা!

কভিড-১৯ পরবর্তী পরিসংখ্যান বলছে, ঈদ ছাড়া অন্য সময় মুক্তি পাওয়া সিনেমাগুলো সেভাবে ব্যবসাসফল হতে পারেনি। ২০২৩ সালে ৫০টির মতো সিনেমা মুক্তি পায়। ২০২২ সালে মুক্তি পায় ৩০টি ছবি। এ দুই বছরে উৎসব ছাড়া অন্য সময়ে মুক্তি পাওয়া বড় বাজেটের সিনেমাও মোটাদাগে ব্যর্থ হয়েছে।

এর আগে দেখা গেছে, অধিকাংশ সিনেমা রমজানের শুরুতে ঈদে আসবে বলা হলেও শেষ মুহূর্তে ছিটকে পড়ে। কিন্তু এবার যেমন আলোচনায় থাকা সিনেমার (কাজলরেখা ছাড়া) প্রচার নেই, তেমনি পিছিয়ে আসার লক্ষণও কম। যদিও ঈদের এখনো তিন সপ্তাহ বাকি।

এ বিষয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করেন, বছরের অন্য সময় সিনেমা মুক্তি পেলেও দর্শক আসছেন না প্রেক্ষাগৃহে। এতে করে বড় বাজেটের ছবিও মুখ থুবড়ে পড়ছে। ঈদে মানুষ একটু উৎসবের আমেজে থাকেন, পারিবারিক বিনোদনের জন্য বেছে নেন বাংলা সিনেমা। তাই মনে করা হচ্ছে, এই বাড়তি দর্শক ধরতেই কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা কার্যত ঈদমুখী।

প্রথম আলোকেচলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন বলেন, ‘গত কয়েক বছরের ঈদে দেড় ডজনের বেশি ছবি মুক্তি পেয়েছে। কটি ব্যবসা করেছে? জানামতে, ঈদে ব্যবসাসফল হয়েছে “পরাণ”, “হাওয়া, “প্রিয়তমা”, “সুড়ঙ্গ”সহ মাত্র কয়েকটি ছবি। যদিও “হাওয়া” ঈদের দুই সপ্তাহ পর মুক্তি পায়। কিন্তু এসব সফল ছবির সঙ্গে মুক্তি পাওয়া বাকিগুলো পুরোপুরিই ব্যর্থ। তাহলে এত ছবি মুক্তি দিয়ে লাভটা হলো কী?’ তবে এই পরিচালকের ধারণা, ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো কোনো ছবি দর্শক গ্রহণ না করলেও, বিনিয়োগ না ফিরলেও আলোচনা তো তৈরি হচ্ছে। সেটিকেই গুরুত্ব দিচ্ছেন পরিচালকেরা।

ঈদে মুক্তি পাওয়া বেশির ভাগ ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ। তবু কেন সবাই নিজেদের ছবি মুক্তি দিতে ঈদেই ভিড় করছেন? নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি পরিবেশক প্রতিষ্ঠান থেকে জানতে পেরেছি, গত বছর ঈদে প্রেক্ষাগৃহে “ক্যাসিনো”, “প্রহেলিকা”, “লাল শাড়ি”, “আদম”সহ অনেকগুলো ছবির বিনিয়োগের ২০ বা ৩০ শতাংশও ফেরত আসেনি। নাম বলছি না, একটি ছবি থেকে তো বিনিয়োগের ১০ শতাংশও ফেরেনি। তার আগের বছরে ঈদে মুক্তি পাওয়া গলুই, শান আলোচনায় থাকলেও পুঁজি পুরোপুরি ওঠেনি। ওই সময় ছবি দুটির প্রযোজকই প্রেক্ষাগৃহ থেকে ছবি দুটির লোকসানের কথা গণমাধ্যমকে বলেছিলেন। একই সঙ্গে মুক্তি পাওয়া “বিদ্রোহী” এবং “বড্ড ভালোবাসি”ও ব্যর্থ হয়েছে।’

তাহলে ঈদেই কেন মুক্তি? জানতে চাইলে ওই পরিচালক আরও বলেন, ‘কোনো কোনো ছবির প্রযোজক, পরিচালকদের ভাবনা, ঈদের সময় বাড়তি দর্শকের একটা জোয়ার থাকে। বাড়তি গুরুত্ব দিয়ে সব মাধ্যমে সিনেমাগুলোর প্রচার করে। অনেক পরিবারই ঈদের সময় দল বেঁধে সিনেমা দেখেন।’

ওই পরিচালকের কথা, সিনেপ্লেক্সে একাধিক ছবি মুক্তি পায়। দর্শক যে ছবিটি দেখার জন্য হলে যাচ্ছেন, অনেক সময় টিকিট না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও আরেকটি ছবি দেখছেন। এতে করে ওই সব ছবিও কিছু দর্শক পাচ্ছে। পুঁজি ফেরত না এলেও ঈদের সফল ছবির পাশাপাশি অন্তত দুই সপ্তাহ আলোচনায় থাকছে ব্যর্থ ছবিগুলোও। কিন্তু অন্য সময় মুক্তি দিলে আলোচনা তো দূরের কথা, মুক্তির কয়েক দিনের মাথায় প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ছে।’

বছরের অন্য সময়ে সিনেমা না চলার পেছনে মানহীন সিনেমা তৈরির প্রবণতাকে দায়ী করলেন প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা ইফতেখারুদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘হাতে গোনা ছবি ছাড়া সারা বছরে মুক্তিপ্রাপ্ত বেশির ভাগ ছবিই মানহীন। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে নতুন প্রযোজকেরা সেটি বুঝতে পারছেন না। পরিচালকের ওপর ভরসা করে মূলধন হারাচ্ছেন তাঁরা। মূলত পেশাদার প্রযোজকের অভাবেই এটি হচ্ছে।’

প্রদর্শক সমিতির হিসাব মতে, এখন ৬০টির মতো একক হল আছে। ঈদের সময় সেটি বেড়ে ১২০টি হতে পারে। সঙ্গে আছে মাল্টিপ্লেক্সে ৩৫টি হল। শেষ পর্যন্ত যদি ১০টি ছবিও মুক্তি পায়, হল ভাগাভাগিতে ছবিগুলো কটি করে হল পাবে? এ প্রসঙ্গে ইফতেখারুদ্দিন নওশাদ বলেন, ‘এত ছবি মুক্তি পেলে কোনো ছবিই ভালোভাবে ব্যবসা করতে পারবে না। দেখা গেল, ১০টি ছবির মধ্যে ২টি ছবি হিট হয়ে গেল। ব্যর্থ ছবিগুলো না এলে হিট ছবি দুটি আরও বেশি হল পেত। আয়ও বেশি হতো। অন্যদিকে ব্যর্থ হওয়া ছবিগুলো ঈদের তিন-চার সপ্তাহ পর চালালেও কিছু টাকা আসত। হিট ছবির প্রভাব অন্য সিনেমাগুলোতেও পড়ত। কিন্তু সেটি হচ্ছে না। সব ছবিরই ক্ষতি হচ্ছে।’


Leave a reply